ঢাকাই সিনেমার সুপা𒀰রস্টার শাকিব খানের সিনেমায় জুটি বেঁধে রাতারাতি তারকা বনে গেছে অনেক অভিনেত্রী। গেল ঈদুল আজহাতে প্রিয়তমা সিনেমায় শাকিবের বিপরীতে জুটি বেঁধে ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল সে তালিকার বড় উদাহরণ। তবে এই নায়কের সঙ্গে সিনেমায় জুটি বাঁধতে গেলে নাকি তার বউ হতে হয় ― এমন অভিযোগ দিয়েছেন দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জিনাত সানু স্বাগতা।
দেশের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাগতা বলেন, “আমি প্রচুর নাটকে কাজ করেছি। শাকিব খান তো অপুকে (অপু বিশ্বাস) ছাড়া সিনেমা করবেন না। আর করলেন কার সঙ্গে? বুবলীর সঙ্গে। দুজনেই তার ওয়াইফ। কিন্তু আমি তো আসলে উনার ওয়াইফ ജহব না। তার সঙ্গ💜ে ব্যক্তিগত যোগাযোগ নেই। তার সম্পর্কে বেশি জানি না, প্রোপাগান্ডা শুনি। আপনি যেমন শোনেন আমিও শুনি। ওয়াইফ ছাড়া কেউই শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগই পায় না।”
শাকিব প্রসঙ্গে স্বাগতা বলেন, “শা🔜কিব খান যখন ফর্ম পেয়েছেন, তখন তার কো আর্টিস্ট 🧜স্ত্রী হয়ে গেলেন। এর আগে পরে দু’একজন নায়িকা কাজ করেছে। এখন তিনি তো ইন্ডিয়ার প্রজেক্টে কাজ করছেন।”
এই অভিনেত্রী আরও বলেন, “শাকিব খানকে আম💜ার ভালোই লা♚গে। একটা মানুষ দীর্ঘ সময় ধরে লিড করছেন। তার নামে যত যাই বলুক, তিনি যদি গুণী না হতেন, তাহলে এত বড় ক্যারিয়ার থাকত না।”
সিনেমার বাজার সম্পর🐲্কে স্বাগতা বলেন, “একটা সময় ছিল, যখন মাসে ৪ টা সিনেমা মুক্তি পেত না। ২০০৮-০৯ থেকে ২০১৭-১৮ সাল পর্যন্ত সেভাবে নিয়মিত সিনেমা মুক্তি পায়নি। কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন অনেক সিনেমা মুক্তি পাচ্ছে। সামনে আরও ভালোꦜ হবে।”
এদিকে শাকিব খানকে নিয়ে এমন মন্তব্য ভালো ভাবে নেয়নি শাকিব ভক্তরা। তাদের দাবি, ‘গত দুই যুগে শাকিব খান; অপু বিশ꧅্বাস ও বুবলীর বাইরেও একাধিক নায়িকাকে নিয়ে সিনেমায় কাজ করেছেন।’ বর্তমানে ‘দরদ’ সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন শাকিব। সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।&nb🌊sp;
অনন্য মামুন পরিচালিত সিনেমাটির ভারতে শুটিং শেষ করে দেশে ফিরেছেন ঢালিউড কিং খ্যাত এই অভিনেতা। এছাড়াও আগামীতে হলিউড অভিনেত্রী কোর্টনি কফির সঙ্গে ‘রাজকুমার’ শিরোনামের সিনেমার🐈 কাজ করার কথা রয়েছে শাকিব🍌 খানের।