• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আবারও কর্পোরেট জগতে শাকিব খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৪, ০৮:৫৭ এএম
আবারও কর্পোরেট জগতে শাকিব খান
শাকিব খান। ছবি: ফেসবুক থেকে

আবারও &nꦫbsp;কর্পোরেট জগতে পা রাখতে যাচ্ছেন সুপারস্টা💞র শাকিব খান।  শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শাকিব নিজেই এ ঘোষণাটা দেবেন বলে নিশ্চিত করেছেন।

জানা যায়, যুক্তরাষ্ট্রভিত্তিক বিউটি,🌜 হেলথ ও হাইজিন সম্পর্কিত একটি কর্পোরেট প্রতিষ্ঠানে যু👍ক্ত হচ্ছেন তিনি।

বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চান না শাকিব। শনিবার বেশ সাড়ম্বরে এ বিষয়ে ঘোষণা𒀰 দিতে চান তিনি। জানা যায়, ইউএসএভিত্তিক এ প্রতিষ্ঠানের নাম রিমার্ক।  

শাকিব তার অভিনীত প্রথম সর্ব ভারতীয় সিনেমা ‘দরদ’র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। শিগগিরই ‘রাজকুমার’র শুটিংꦰ করবেন। ইতোমধ্যে সিনেমাটির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ। বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির কথা আছে।  

এছাড়া শাকিবের অ্যাকশন ধাঁচের আরেক সিনেমা ‘তুফান’র কাজ শুরু হবে মার্চ থেকে। যেটি🌠 আগামী কোরবানির ঈদে মুক্তিꦯ পাবে। এটি পরিচালনা করছেন রায়হান রাফী।

Link copied!