শাকিব ꦫখান ও অপ📖ু বিশ্বাস দুজনের মধ্যকার দূরত্ব কমেছে এমন গুঞ্জন বেশ ক’দিন ধরেই শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তার ইঙ্গিত মিলেছে একাধিকবার। এরই মধ্যে দু’জন বর্তমানে আছেন নিউইয়র্কে। শুধু তাই নয়, তাদের দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে ।
শাকিব অপু দুজনই সন্তানসহ বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। ইতোমধ্যে তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ⛦ এক൩টি দোকান থেকে বেরিয়ে বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছে জয়। পাশেই ছিলেন অপু বিশ্বাস। দোকান থেকে বেরিয়ে একসঙ্গে গাড়িতে উঠছেন তারা।
এর আগে, ধারণ করা আরও একটি ভিডিও ক্লিপে একই গাড়িতে পাশাপাশি দুজনকে দেখা গেছে। ছবিতে দেখা যায় ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছেন শাকিব ൩খান। তার পাশের সিটে বসে আছেন অপু বিশ্বাস। আর পেছনের সিটে তাদের সন্তান আব্রাহাম খান জয়।
২ জুলাই যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। এরপর ১৩ জুলাই রাতে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান অপু বিশ্💞বাস। জা💙না গেছে, যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতেই সেখানে গেছেন অপু।
নিউইয়র্কের বিভিন্ন সূত্র বলছে, স্💮থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে জয়সহ স🐭েখানে পৌঁছান অপু। সেদিন রাতে ও পরদিন শুক্রবার শাকিব খান ও অপু বিশ্বাস জয়কে নিয়ে ঘুরতে বের হন।
শাকিব খানের ২০ বছরের অভিনয় জীবনে এখন পর্যন্ত সর্বাধিক সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। এবারের ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ আর অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ প্𒈔রেক্ষাগৃহে মুক্তি পায়। এক ফেসবুক পোস্টের মাধ্যমে অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ চলচ্চিত্র দেখার আহ্বান জানান শাকিব। অন্যদিকে অপু বিশ্বাস ‘প্রিয়তমা’ সিনেমার টিজার শেয়ার করে ভালোবাসা 🙈প্রকাশ করেন।