• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাহরুখের জন্মদিন, মান্নাতে মধ্যরাতে ভক্তদের ভিড়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০১:১৯ পিএম
শাহরুখের জন্মদিন,  মান্নাতে মধ্যরাতে ভক্তদের ভিড়
মধ্যরাতে ভক্তদের শুভেচ্ছা বিনিময় করছেন শাকরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন শনিবার (২🐼 নভেম্বর)। বিশেষ এই দিনে প্রিয় নায়কক♑ে এক নজর দেখতে মধ্যরাতে ভক্তদের ভিড় জমেছিল অভিনেতার বাড়ি মান্নাতের সামনে। 

মিলিটারি ছাপ প্যান্ট, কালো টি শার্ট, টুপি ও চশমা পরে দেখা দিলেꦗন নায়ক। বাড়ির ছাদ থেকে হাত বাড়িয়ে জানালেন অভিবাদন, ছুঁড়ে দিলেন চুমুও। আর এতেই অনুগামীরা উল্লাসে ফেটে পড়লেন। মোবাইলের আলোর ঝলকে যেন প্রিয় নায়কের জন্য় জ্বেলে দিলেন জন্মদিনের মোমবাতি।

জমজমাট আয়োজনে๊র মধ্যেদিয়ে পালি♌ত হতে যাচ্ছে  শাহরুখ খানের এবারের জন্মদিন। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রিয় নায়কের জন্মদিন ঘিরে তার বাসভবন মান্নাত সেজেছে বাহারী আলোর সাজে। জন্মদিনের অনুষ্ঠানটির নান্দনিক রূপ দিতে দায়িত্ব নিয়েছেন তার স্ত্রী গৌরী খান।  অনুষ্ঠান সমৃদ্ধ করতে বলিউড তারকসহ প্রায় আড়াইশো হাই প্রোফাইলের অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে, জন্মদিনের এই অনুষ্ঠানেই শাহরুখের আগামী সিনেমা ‘কিং খান’-এর আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। যেখানে শাহরুখের সঙ্গে প্রথমবারেরꦆ মতো তার মেয়ে সুহানা খান অভিনয় করছেন। এতে বাবা-মেয়েকে গুরু-শিষ্যার চরিত্রে দেখা যাবে।

শাহরুখ খানের বলিউডে অভিষেক🍌 হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমাটির মাধ্যমে। এর পরের ইতিহাস কে না জানে। দীর্ঘ ৩১ বছরের ক্যারিয়ারে মোট সিনেমার অধিকাংশই হিট 🌠তার। বলিউড থেকে পেয়েছেন, কিং খান, বলিউড বাদশাহ, কিং অব রোমান্স তকমা। ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন রেকর্ড ১৪ বার। এছাড়া পেয়েছেন ‘পদ্মশ্রী’সহ দেশি-বিদেশি বহু সম্মাননা।

Link copied!