• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নতুন চমকে শাহরুখের ‘পাঠান টু’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৭:৫৪ পিএম
নতুন চমকে শাহরুখের ‘পাঠান টু’
শাহরুখ খান। ছবি সংগৃহীত

গত বছর ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলেন শাহরুখ খান। বহুদিনের খরা কেটে বছরের প্রথম ছবিই হয় সুপারহিট। দীর্ঘ বিরতির পর যেন পাঠানের মতোই আগমন ঘটে তাঁ🐲র। বিশ্বজুড়ে ‘পাঠান’-এর আয় ছিল এক হাজার কোটি রুপির🌸 বেশি। ছবিতে ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেন শাহরুখ।

ছবির শেষটা দেখে অনেকেই ধারণা করেছিলেন ‘পাঠান টু’ আসছে। এ💖বার সেই গুঞ্জনেরই অবসান ঘটালেন যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া। সত্যি সত্যিই ‘পাঠান টু’ নিয়ে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন ‘কিং খান’। এটি হতে চলেছে আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের অষ্টম ছবি।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গত বছর ছবি মুক্তির পরই ‘পাঠান’কে একটি বড়﷽ ও একক ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করার সিদ্ধান্ত নেন আদไিত্য ও শাহরুখ।

তখন থেকেই শুরু হয় ছবিটির কাজ। দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যও তৈরি হয়ে গেছে ব🍸লে ঘোষণা দিয়েছেন আদিত্য চোপড়া। চিত্রনাট্য পছন্দ হয়েছে শাহরুখেরও। ছবিতে মূল হিরোর চরিত্রে থাকবেন বরাবরের মতোই কিং খান। গুপ্তচর হিসেবেই দর্শকদের সামনে হাজির হবেন তিনি। থাকবে আরও বেশি অ্যাকশন দৃশ্য। ছবিতে অতিথি চরিত্রে থাকবেন সালমান খানও।

চলতি বছরের শেষে ‘পাঠান’-এর দ্বিতীয় কিস্তি💖র শুটিং শুরু করব♛েন প্রযোজক আদিত্য চোপড়া। যেখানে ভবিষ্যতের জন্য ‘টাইগার ভার্সেস পাঠান’ চলচ্চিত্রেরও কিছু অংশও দেখানো হবে। থাকবে ‘টাইগার’ ও ‘পাঠান’-এর লড়াইয়ের দৃশ্য।

‘পাঠান টু’র পরপরই দুই খানের ‘টাইগার ভার্সেস পাঠান’ আসবে। ছবির মূল আকর্ষণ, অতিথি চরিত্র নয়, পূর্ণদৈর্ঘ্য চরিত্রে দুই খানকে একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। এই খবর পে🐻য়ে উচ্ছ্বসিত ভক্তরা। যদিও নিজের পরবর্তী সিনেমার নাম এখনো ঘোষণা করেননি কিং খান।

Link copied!