বলিউড বাদশা শাহরুখ খানের ৫৯তম জন্♐মদিন (২ নভেম্বর)। বিশেষ এই দিনটি উপলক্ষে সাজছে মান্নাত। শোনা যাচ্ছে জমজমাট আয়োজনে পালিত হবে জন্ম🌊দিন। শাহরুখ এত বড় এক পার্টি দিতে চলেছেন, যা এর আগে বলিউড দেখেনি। সেখানে অতিথির তালিকাও নাকি বেশ লম্বা। থাকছে নাচ, গান আর বিশেষ ডিনারের ব্যবস্থা।
শাহরুখের এই পার্টিতে অতিথি হয়ে আসছেন ২৫০ জন অতিথি। যার মধ্যে রয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রণবীর কাপুর, কাজল, অজয় দেবগনের মতো তারকারা। তবে শুধু দেশের নয়, শোনা যাচ্ছে, বিদেশ থেকেও উড়ে আসতে পারেন বেশ কিছু তারকা। এমনকি, দেশ ﷽ও বিদেশের ব্যবসায়ীরাও থাকতে 🥃পারেন শাহরুখের এই জমজমাট বার্থডে পার্টিতে।
শাহরুখের এই ঊনষাটের জন্মদিনে থাকবে বিশেষ থিম। অতিথিদের নাকি সাজতে হবে তার ছবির চরিত্র অনুযায়ী। ইতোমধ্যেই নাকি ডিনারের মেনু ঠিক করে ফেলেছে🌠ন শাহরুখের স্ত্রী গৌরী খান। কেননা, এই পার্টির সব কিছু প্ল্যানিং করছেন গৌরী নিজেই। শোনা যাচ্ছে, পার্টিতে থাকবে সুহানা ও আরিয়ানের বিশেষ পারফরম্যান্স।
এদিকে, শোনা যাচ্ছে, সুজয় ঘোষের প🐻রিচালনাতে বড়পর্দায় আসছ✱েন শাহরুখ ও সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।
বলিউড বাদশাহ শাহ🍌রুখ খান। দাম্পত্য জীবনে ৩৩টা বছর কাটিয়েছেন স্ত্রী গৌরীর সঙ্গে। তিন সন্তানের বাবা তিনি।