• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাশুড়ির হাত ধরে নেচে মঞ্চ মাত শাহরুখের, ভিডিও ভাইরাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০২:৫৭ পিএম
শাশুড়ির হাত ধরে নেচে মঞ্চ মাত শাহরুখের, ভিডিও ভাইরাল
নেচে মঞ্চ মাত করছেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত

শাশুড়ির হাত ধরে নেচে মঞ্চ মাত করলেন বলিউড বাদশা শাহরুখ খান। আর সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।  দুবাইয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। শাহরুখ মঞ্চে উঠতেই উপস্থিত দর্শ🎃ক উন্মাদনায় মেতে ওঠে। রোবারের এই অনুষ্ঠানের নানা মুহূর্ত এখন মামাজিক মাধ্যমে ভাইরাল।

অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে গিয়েছিলেন আরিয়ান খান ও ཧসুহানা খানও। কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারেননি শাহরুখ খানের স্ত্রীি গৌরী খান। তবে জামাইয়ের অনুষ্ঠান দেখতে পৌঁছে গিয়েছিলেন গৌরীর ম♉া সবিতা চিব্বর।

মঞ্চে অভিনেত্রীদের সঙ্গে শাহরুখের নাচ দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। তবে এই অনুষ্ঠানে তার সঙ্গে নাচলেন শাশুড়ি। হাত ধরে শাশুড়িকে মঞ্চে ডেকে নিলেন। একটি গানের সঙ্গে ছন্দ মেলালেন তাঁরা। করꦇতালি দিয়ে ভরি꧂য়ে দেন দর্শক। সেই মুহূর্তও ক্যামেরাবন্দি হয় মুহূর্তে। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল।

শাহরুখ এ দিন তার ছবির বেশ কিছু হিট গানের সঙ্গে নাচে ছড় তোলেন। ‘পাঠান’ ছবির ‘ঝুমে জো পাঠান’-এ সেই একই ভঙ্গিতে নাচেন শাহরুখ। নেটাগরিকের দাবি, পাশে দীপিকা থাকলে ষোল কলা পূর্ণ হতꦏ এই নাচের। কখনও আবার মঞ্চের বাইরে বাবার অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায় আরিয়ান ও সুহানাকে।

এক সাক্ষাৎকারﷺে শাহরুখ জানিয়েছিলেন, গৌরীর পরিবার মোটেই তাকে পছন্দ করেনি প্রথম দিকে। বিয়েওতে কারও মত ছিল না। কিন্তু গৌরীর মা একমাত্র শাহরুখের প্রতি আন্তরিক ছিলেন। গৌরীর বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গিয়েই মেয়ের পাশে ছিলেন তিনি। ৬ বছর সম্পর্কে থেকে ১৯৯১ সালে বিয়ে করেছিলেন শাহরুখ খান ও গৌরী।

দাম্পত্য জীবনে ৩৩টা বছর 🎃কাটিয়েছেন স্ত্রী গৌরীর সঙ্গে। তিন সন্তানের বাবা-মা💛 তারা। 

Link copied!