দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ‘পুষ্পা: দ্য রাইজ’-এর আইটেম গানে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ꦐষে রয়েছেন। এবার সার্বিয়ায় একটা নাইট ক্লাবে গানের তালে জমিয়ে নাচতে দেখা যায় এই অভিনেত্রীকে।
শনিবার (১০ জুন) সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের একটি নাইট ক্লাব থেকে সামান্থার একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর আইটেম গান ‘উ অন্তভা’য় নাচতে দেখা গেছে সামান্থাকে। তার সঙ্গে পা মিলিয়🌠েছেন বরুণ ধাওয়ানসহ উপস্থিত আরও অনেকেই। এদিন সামান্থাকে কালো লেদার টপ ও প্যান্টে দেখা গেছে, চোখে ছিল চশমা, হাতে পানীয় বোতল।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে আরও দেখা যায়, ‘উ অন্তভা’য় নাচার আগে চশমা খুলে নিচ্ছেন সামান্থা। এ সময় বরুণের সঙ্গে হালক𒅌া আলাপও সারেন তিনি। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সামান্থার এই আইটেম গানের উন্মাদনা অবিশ্বা𝕴স্য।’
এই মুহূর্তে সামান্থা রুথ প্রভু ও বরুণ ধাওয়ান রুশো ব্রাদার্সের ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণের শুটিংয়ের জন্য সার্বিয়ায় রয়েছেন। জুলাই♑ মাস পর্যন্ত শুটিং চলবে এই সিরিজের।