• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাবাকে কবরে দেখে জ্ঞান হারান শাফিনপুত্র ওজি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪, ১১:৩১ এএম
বাবাকে কবরে দেখে জ্ঞান হারান শাফিনপুত্র ওজি
বাবা শাফিন আহমেদের সঙ্গে আযরাফ ওজি। ছবি: সংগৃহীত

বাবা শাফিন আহমেদের মরদেহ কবরে নামিয়ে𝐆 শোয়াতে দেখ❀ে জ্ঞান হারান শাফিনপুত্র আযরাফ ওজি। শাফিন আহমেদকে যখন কবরে সমাহিত করা হচ্ছিল তখন আর নিজেকে ধরে রাখতে পারেননি ওজি। মুহূর্তেই তিনি জ্ঞান হারান। এ সময় কবরস্থানে উপস্থিত সবাই ঘাবড়ে যান। চিকিৎসার জন্য দ্রুত তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুট🗹া কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না ওজি। কয়েক দিন ধরে খুব কান্নাকাটি করেছেন। এরপরও সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টাও করে যাচ্ছিলেন। কিন্তু বাবাকে চিরদিনের জন্য কবরে সমাহিত করার দৃশ্য দেখে জ্ঞান হারান তিনি। এখন তার অবস্থা স্বাভাবিক।

২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শাফিন আহমেদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর চার দিন পর ২৯ জুলাই ঢাকায় তার মরদেহ আনা হয়। এরপরে উত্তরায় নিজ বাসভবনে রাখা হয়। পরে ৩০ জুলাই জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিতে শাফিনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সবার শ্রদ্ধা নিবেদন শেষে তাকে বনানী কবরস্থানে বাবা স𝄹ংগ﷽ীতগুরু কমল দাশগুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগমের পাশে সমাহিত করা হয়।

Link copied!