সুপারস্টার শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রাজকুমার’-এর ജপোস্টার প্রশংসা কুড়িয়েছে ইতোমধ্যে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সুপারস্টারের ছিল জন্মদিন। আর এই জন্মদিনেই আস꧒ছে সিনেমার রোমান্টিক একটি গান। এতে রাজকুমার শাকিব খানের সঙ্গে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির রোমান্স দেখতে পাবেন দর্শক।
আꦍর♕ এজন্য শাকিব ভক্তদের অপেক্ষা করতে হবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। সুপারস্টার শাকিব খানের ফেসবুকে একটি পোস্টার পোস্ট করে এই তথ্য জানিয়েছেন। তাতে লেখা, আজ সন্দ্যা ৭টায় আসছে রাজ কুমারের রোমান্টিক গান।’
রাজকুমার সিনেমার গান প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে উল্লেখ করে পরিচালক হিমেল বলেন, ‘প্রিন্স মাহমুদ, আকাশ, আর্জিন, সাজিদের সাথে এবারে গান আছে এই সময়ের ইমন চৌধুরীর। ও প্রিয়তমা গানের টিমের এবারও একটি প্রেমের গান আছে, যা নিশ্চিতভাবে প্রিয়তমা গানকে ছাড়িয়ে যাবে। ইমন চৌধুরীর গান পাগল করবে সাধারণ তরুণদের। আর প্রিন্স মাহমুদের গান আবে🥂গে ভাসাবে, ডোবাবে, ভাবাবে।’
এই নির্মাতা আরও বলেন, ‘গান, লোকেশন, অভিনেতা অভিনেত্🐻রীসহ এমন কিছু চমক আছে যা সিনেমা হলে এলেই চমকে দেবে সবাইকে। এমন কেউ এখানে অভিনয় করছেন, যা অবাক করবে দর্শকদের।’
‘রাজকুমার’ বাংলা সিনেমার নতুন ইতিহাস গড়বে বলে মন্তব্য করেছেন রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ। তিনি সিনেমা নꦚিয়ে বলেন, ‘ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবন, ভারত ও আমেরিকায় শুটিং হয়েছে রাজকুমার । এমন লোকেশনে, এমন আয়োজনে রাজকুমারের শুটিং হয়েছে যা কিছুদিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল। শুধু নিউ ইয়র্কেই টানা ১৮ দিন শুটিং হয়েছে। যেখানে প্রতিদিন অনেক আমেরিকান প্রফেশনাল কর্মী কাজ করেছেন, সাথে বাংলাদেশের টিম তো ছিলই।’
‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সন্ধ্যা ৭টায় আসছে রাজ♛কুমারের প্রথম রোমান্টিক গান। শাকিব ভক্তরা দেখার অপেক্ষায়।