অনুষ্ঠিত হল ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান। রবিবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টা জাতীয় জাদুঘর মূল মিলনায়তনে বসে অনুষ্ঠানের শেষ আসর।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদꦇের উপস্থিতি যেন মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান স্থল।
উৎসবের এবারের আসরে বাংলাদেশ প্যানোরমা বিভাগে পূর্ণদৈর্ঘ্য ছবি হিসেবে সেরা হয়েছে পান্ꦅথ প্রসাদ নির্মিত ‘সাবিত্রী’। তবে কোনো কারণে নির্মাতা উপস্থিত হতে পা🅰রেননি! তার পক্ষ থেকে আয়োজক টিমের এক সদস্য পুরস্কারটি গ্রহণ করেন।
এদিকে উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগে অংশ নিয়েছিল কলকাতার নন্দিত সংগীতশিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্তের ছবি ‘চালচিত্র এখন’। এই ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। এর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটির জন্য পুরস্ক꧙ৃত হয়েছিলেন ‘বেলা বোস’ প্রেমিক।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। উপস্থিত ছিলেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক শাহরিয়ার আলম এমপি।
এছাড়া ইরানের নন্দিত নির্মাতা মাজিদ মাজিদি, ভারতের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরসহ বিভিন্🤪ন দেশের নির্মাতা-শিল্𝔍পীরা উপস্থিত ছিলেন।
বিজয়ী হলেন যারা-
বাদল রহমান, সেরা শিশুতোষ চলচ্চিত্র
প্রভাস
নির্মাতা: বিপুল শর্মা
ভারত
দর্শক বিচারে সেরা চলচ্চিত্র
মুজিব: একটি জাতির রূপকার
নির্মাতা: শ্যাম বেনেগাল
বাংলাদেশ ও ভারত
দর্শক বিচারে বিশেষ চলচ্চিত্র
বিজয়ার পরে
নির্মাতা: অভিজিৎ শ্রীদাস
ভারত
আধ্যাত্মিক সিনেমা বিভাগ
সেরা পূর্ণদৈর্ঘ্য
দেয়ার এন্ড ব্যাক
নির্মাতা: ওলেগ আসাদুলিন
রাশিয়া
সেরা তথ্যচিত্র
কুনানফিনদা: দ্য ল্যান্ড অব ডেথ
নির্মাতা: হানসেল লেইভা ফানেগো
কিউবা
বিশেষ জুরি পুরস্কার
ছুরত
নির্মাতা: গোলাম রাব্বানী
বাংলাদেশ
নারী নির্মাতা বিভাগ
সেরা স্বল্পদৈর্ঘ্য
জাঙ্কস এন্ড ডলস
নির্মাতা: মানিজেহ হেমত
ইরান
সেরা তথ্যচিত্র
পাসাঙ্গ: ইন দ্য স্যাডো অব এভারেস্ট
নির্মাতা: ন্যানসি স্ভেন্ডসেন
যুক্তরাষ্ট্র
সেরা নির্মাতা
জিয়ংমু এনওএইচ
সিনেমা: হাউ টু গেট ইউর ম্যান প্রেগনেন্ট
দক্ষিণ কোরিয়া
বিশেষ জুরি পুরস্কার
মুক্তি
নির্মাতা: চৈতালী সমদ্দার
বাংলাদেশ
বাংলাদেশ প্যানোরমা
সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
সাবিত্রী
নির্মাতা: পান্থ প্রসাদ
মেধাবী বিভাগ
সেরা স্বল্পদৈর্ঘ্য
লায়লা
নির্মাতা: বৈশাখী সমদ্দার
পুরস্কার তুলে দিচ্ছেন মাজিদ মাজিদি/ ছবি: সাজ্জাদ হোসেন
পুরস্কার তুলে দিচ্ছেন মাজিদ মাজিদি/ ছবি: সাজ্জাদ হোসেন
এশিয়ান প্রতিযোগিতা বিভাগ
সেরা চিত্রনাট্য
ফরচুন
নির্মাতা: মুহিউদ্দিন মুজাফ্ফর
তাজিকিস্তান
সেরা সিনেমাটোগ্রাফি
মাইটি আফরিন- ইন দ্য টাইম অব ফ্লাডস
নির্মাতা: অ্যাঞ্জেলস রেইলস
বাংলাদেশ, ফ্রান্স ও গ্রিস
সেরা অভিনেত্রী
আফরিন খানম
সিনেমা: মাইটি আফরিন- ইন দ্য টাইম অব ফ্লাডস
বাংলাদেশ, ফ্রান্স ও গ্রিস
সেরা অভিনেত্রী
বাদেমা
সিনেমা: দ্য কর্ড অব লাইফ
চীন
সেরা অভিনেতা
অঞ্জন দত্ত
সিনেমা: চালচিত্র এখন
ভারত
সেরা নির্মাতা
জগৎ মানুয়ারনা
সিনেমা: হুইসপারিং মাউন্টেইনস
শ্রীলঙ্কা
সেরা পূর্ণদৈর্ঘ্য
দ্য কর্ড অব লাইফ
নির্মাতা: কিয়াও সিক্স
চীন
বিশেষ জুরি পুরস্কার
হ্যাপিনেস
নির্মাতা: আশকার উজাবায়েভ
কাজাকিস্তান