বলিউডের লাস্যময় অ♚ভিনেত্রী সারা আলী খান। বেশ ভালো সময় কাটিয়েছেন গতবছর। ফ্যাশন শো থেকে শুরু করে বড়পর্দায় ব্যস্ত ছিলেন সাইফকন্যা। এবার ২০২৪ সালের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। ভক্তদের চমকে দিতে নতুন বছরে ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ সিনেমার ট্রেলার নিয়ে হ♌াজির হচ্ছেন।
ভারতীয় গণমাধ্যমে এমনটাই নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক করণ জোহর। ইতোমধ্যেই শেষ হয়ে গেছে শুটিং। ২১ মার্চ নেটফ্লিক্সে মুক্তিꦕ। এর আগে ৪ 𒁏মার্চ আসবে ট্রেলার। সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে সারাকে।
সত্য ঘটনার ওপর নির্মান করা হয়েছে ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’। সিনেমার গল্পে উঠে আসবে এক কলেজছাত্রীর জীবনের গল্প। কলেজে পড়াকালে সে কীভাবে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়ে, সাধারণ এক কলে🐓জ পড়ুয়া থেকে কীভাবে স্বাধীনতাসংগ্রামী হয়ে ওঠে সে গল্পই দেখা যাবে। ১৯৪২ সালের ভারতের চিত্র ফুটে উঠবে গল্পে। সারার চরিত্রের মধ্য দিয়ে তুলে ধরা হবে সাহসিকতা, দেশাত্মবোধ ও ত্যাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚগ।
সিনেমায় সারা ছাড়া আরও অভিনয় করেছেন বেনডিক্ট গ্যারেথ, অ্যালেক্স ও’নিল, আনন্দ তিওরি ও অভয় ভার্মার মতো তারকা। এটি পরিচালনা করেছেন কন্নন আইয🍸়ার।