বলিউডের শক্তিমান অভিনেতা সঞ💃্জয় দত্ত শুটিং সেটে আহত হয়েছেন। মাথায় বেশ কয়𝐆েকটি সেলাইও পড়েছে তার।
পিংকভিলার এক প্রꦰতিবেদনে জানানো হয়েছে, রাম পোথিনিনির সঙ্গে ব্যাংককে ‘ডাবল ইস্মার্ট’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন অভিনেতা। মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে তার। তবে এখন সুস্থ আছেন সঞ্জয়। হাসপাতাল থেকে ফিরেই শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমটি আরও জানায়, গত সপ্তাহে একটি বড়সড় অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করছিলেন সঞ্জয়। তলোয়ার নিয়ে শুটিংয়ে চলছিল, আচমকাই চোট লাগে অভিন🎐েতার।
বর্তমানে পুরী জগন্নাথ পরিচালিত ‘ডবল ইস্মা♑র্ট’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি থাইল্যান্ডে এ সিনꦍেমাটির শুটিং শুরু হয়েছে। তবে এ দুর্ঘটনা প্রসঙ্গে সঞ্জয় এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।
এই মুহূর্তে সঞ্জয় দত্তের হাতে রয়েছে ‘দ্য গুড মহারাজা’, ‘ওয়েলকাম ৩’, ‘গুড়চড়ি’, ‘লিও’ এবং ‘বাপ’-এর মতো সিনেমা। সম্প্রতি ‘কেজিএফ : চ্যাপ্টার ২’-এ খলনায়কের ভূমিকায় অভিনয় করে সমালোচক এবং ভক্তদের মুগ্ধ করেছিলেন সঞ্জয় দত্ত।