দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রꦫী ঋতুপর্ণা সেনগুপ্তের মা মারা গেছেন। দীর্ঘ দিন কিডনির সমস্যায় ভুগছিলেন নন্দিতা সেনগুপ্ত। শনিবার (২৩ নভেম্বর) বিকালে একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল আনুমানিক ৭৬ বছর।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত মারা যাওয়ার কথা। দীর্ঘ দিন কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।
এ খ𝄹বর জানিয়েছেন নায়িকার ব্যক্তিগত সহকারী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। মাকে হারিয়ে মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন ঋতুপর্ণা। অভিনেত্রীর পাশে রয়েছেন ব্যক্তিগত সহকারী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ও তার ভাই।
মায়ের মৃত্যুতে স্বাভাবিকভ♉াবেই মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান বন্ধুরা। পাশে রয়েছেন ঋতুপর্ণার ভাই। শর্মিষ্ঠা জানিয়েছেন, নায়িকার স্বামী সঞ্জয় চক্রবর্তী মেয়ে ঋষণাকে নিয়ে সিঙ্গাপুর থেকে রওনা হয়েছেন। ছেলে অঙ্কন শিক্ষার সূত্রে বস্টনে। তিনি আসতে পারেননি। তাকে ভিডিওকলে দিদাকে শেষ দেখা দেখানো হয়েছে।
অক্টোবরের শেষ থেকেই খুব অসুস্থ হয়ে পড়𒉰েছিলেন নন্দিতা। সেই সময় আনন্দবাজার অনলাইন যোগাযোগ করলে ঋতুপর্ণা বলেন, অনেক দিন ধরেই মা কিডনির সমস্যায় ভুগছে। ডায়ালাইসিস চলছে। একাধিক পরীক্ষায় জানা গেছে, প্লেটলেট রক্তচাপ কমে গেছে। শরীরে আরও নানা সমস্যা। মাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সেই সময়েও শাশুড়ির গুর🍸ুতর অসুস্থতার খবর পেয়ে কলকাতায় উড়ে এসেছিলেন জামাই সঞ্জয়। সর্বক্ষণ ছিলেন অভিনেত্রীর ভাই। মুম্বাই থেকে উড়ে এসেছিলেন মাসতুতো বোন।
এদিন শর্মিষ্ঠা আরও জানান, মাঝে মাত্র দুদিনের জন্য জরুরি কাজে শহর ছেড়েছিলেন ঋতুপর্ণা। বাকি সময় সারাক্ষণই তিনি হাসপাতালে ছিলেন। মানসিক দিক থেকে তিনি বরাবর মায়ের ওপর নির্ভরশীল। তাই মায়ের মৃত্যুতে কথা বলার ক্ষমতাটুকুও হারিয়েছেন তিনি। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, কালীঘাট শ্মশানে নন্দিতಞা সেনগুপ্তের শেষকৃত্য সম্পন্ন হবে।