সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ওপার বাংলার বিখ্যাত গীতিকার কবি কিংশু𝔉ক চ্যাটার্জি। বুধবার (৩০ আগস্ট) সকালে একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে যকৃতের সমস্যায় ভুগছিলেন কিংশুক। গত প্রায় এক মাℱস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মাঝে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু সোমবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবার হাসপাতালে ভর্তি করা🦂 হয়েছিল তাকে। মৃত্যুর সময় ৪৫ বছর বয়স হয়েছিল এ গীতিকারের।
সংবাদমাধ্যমটি আরও জানায়, গীতিকার কিংশুক ইন্ডাস্ট্রির খ্যাতনামা শিল্পী হৈমন্তী শুক্লা, 🔯শিলাজিৎ, নচিকেতা, রূপঙ্কর বাগচী, সিধুসহ অনেকের সঙ্গে কাজ করেছেন। তার মৃত্যুতে সংগীত ইন্ডাস্ট্রি শোকাহত। তাইতো সোশ্যালে শোক বꦓার্তা জানাচ্ছে সংগীতপ্রেমী ও তার শুভাকাঙ্ক্ষীরা।
এদিকে সংগীতশিল্পী সৌম্য বসু সোশ্যাল মিডিয়া ফেসবুকে কিংশুকের মৃতܫ্যুর খবরটি জানিয়ে লিখেছেন, ‘আজ কবিতারা চুপ। আজ সকাল ছিল না, রাত্রি নেমে এল... কথা-কবিতার কালো দিন, ওপারে ভালো থাকিস কিংশুক।’