দাম্পত্য জীবনে ৩০ বছর পার করলেন চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানী। জনপ্রিয় এই তারকা দম্পতির বিবাহবার্ষিকী শুক্রবার (২ আগস্ট)। বিশেষ দিনটি নিয়ে ফেসবুকে ক্ষুদে বার্তা দিয়েছেন নায়ক ওমর সানী। শুক্রবার (২ আ💙গস্ট) দুজনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে বিবাহবার্ষিকীর বার্তা দিয়ে ওমর সানী লেখেন-
“আজ ২ আগস্ট আমাদের বিবাহবার্ষিকী, আলহামদুলিল্লাহ ৩০ বছর পার ক🌃রলাম। খুব ইচ্ছে ছিল অনেক বড় করে সবার সাথে শেয়ার করব, কিন্তু 🥃হলো না চারিদিকে লাল শুধু লাল এর মধ্যে আমাদের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। কোনো আয়োজন নয় যদি পারেন মন থেকে দোয়া করবেন আমাদের জন্য।”
এদিকে মৌসুমী ও নায়ক ওমর সানীর বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ﷺতারকাশিল্পী ও ভক্তরা। বিবাহবার্ষিকীর এই𒁃 দিনে দেশে নেই চিত্রনায়িকা মৌসুমী। তিনি বর্তমানে আমেরিকা ছেলের কাছে রয়েছেন।
মৌসুমীকে নিয়ে সানী বলেন, মৌসুমী একজন পরিপ🔯ূর্ণ মানুষ। সে যেমন নায়িকা, তেমনি স্ত্রী-মা হিসেবেও অসাধারণ। বাবার বাড়ি বা শ্বশুরবাড়ির প্রত্যেক সদস্যের খবর রাখে সে। স💟বার সুখ-দুঃখের অংশীদার হয়। সমাজসেবক হিসেবেও সে সফল মানুষ। আমার সুখে-দুঃখে পথচলার সঙ্গী, এককথায় মৌসুমীই আমার জীবনের সব।
১৯৯৪ সালে মুক্তি পাওয়া 🐬দীলিপ সোম পরিচালিত ‘দোলা’ ছবির মাধ্যমে জুটি বাঁধেন ওমর সানী ও মৌসুমী। এই জুটিরেউল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে আত্ম অহংকার, প্রথম প্রেম, মুক্তির স📖ংগ্রাম, হারানো প্রেম, গরিবের রানি, প্রিয় তুমি, সুখের স্বর্গ, মিথ্যা অহংকার, ঘাত প্রতিঘাত, লজ্জা, কথা দাও ও সাহেব নামে গোলাম।