ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াং﷽শু সিং-কে ধর্ষণের অভিযোগ উঠেছে। সহ-অভিনতা পুনীত সিং রাজপুতের বিরুদ্ধে ধর্ষণের অভিয🎃োগ করেছেন ভোজপুরী এই অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ধর্ষণের অভিযোগ এনে গত ১ আগস্ট পুনীতের♚ বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রিয়াংশু সিং।
সংবাদমাধ্যমটি আরও জানায়, প্রিয়াংশু ও পুনিতের মধ্যে প্রথমবার আলাপ হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোলাগার꧅ সম্পর্ক তৈরি হয়।
অভিনেত্রী জানান, পুনীত তাকে বিকৃতমনস্ক কাজকর্ম করতে বাধ্য করেছিলেন। মাঝেমধ্যেই তার ওপর নির্যাতন 🅠করতেন। তারপর তিনি বেশ কয়েকবার বিয়ে করার জন্য চাপ দেন। বাধ্য হয়ে তাকে বিয়ে করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন পুনীত।
তবে এখন আর পুন🧸ীতকে বিয়ে করতে চান না প্রিয়াংশু। তিনি বলেন, “আমি পুনীতকে𒊎 বিয়ে করতে চাই না; আমি বিচার চাই। আশা করছি, পুনীত দ্রুত বিচারের আওতায় আসবে।”