ট্রেলার মুক্তির পর থেকেই ‘অ্যানিমেল’ সিনেমা নিয়ে টানটান উত্তেজনা চলছে নেটদুনিয়ায়। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর ও অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যাবে। আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পღাবে রণবীর কাপুরের এই আলোচিত সিনেমাটি। একই দিনে বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে আমদানির সকল প্রক্রিয়া।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্🦹যায় আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণཧধার গোলাম কিবরিয়া বলেন, “সিনেমাটি আনার ব্যাপারে আজ মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। আশা করছি কাল-পরশু সেন্সর করাতে পারব। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ১ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাবে ‘অ্যানিমেল’।”
‘অ্যানিমেল’ নির্মিত হয়ে𓆏ছে প্রায় ২০০ কোটি রুপি বাজেটে। এতে রণবীর কাপুরের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় দেখা যাবে বহুল প্রতিক্ষীত এই সিনেমাটি।