দক্ষিণি সিনেমার সুপারস্টার রজনীকান্তের সিনেমা ‘জেলা𓂃র’ মুক্তির পরেই বক্স অফিসে বাজিমাত করে যাচ্ছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) তামিলনাড়ুর ৪০০টি 𒐪স্ক্রিনসহ বিশ্বব্যাপী ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।
‘বলিউড মুভি রিভিউজের’ প্রতিবেদনে জানানো হয়, মুক্তির তিন দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ২১৪ কোটি রুপি। যার ভেতর শুধু মাত্র ভারতেই ছবিটি আয় করেছে💞 ১২৭ কোটি রুপি। মুক্তির প্💖রথম দিনে বিশ্বব্যাপী ‘জেলার’ আয় করেছে ৯১.২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৫২.৯ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭০ কোটি রুপি। শুরু তাই নয়, ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির আগেই আয় করেছে ১২০ কোটি রুপি।
‘জেলার’ এই বছর ভারতে তামিল চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ উদ্বোধনী দিনে মোট সংগ্রহ রেকর্ড ক🔜রেছে। এছাড়াও কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় যেকোনো তামিল সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিং রেকর্ড করেছে সিনেমাটি।
এর আগে মুক্তির প্রথম দিনেই যেন কর্মীরা হ𝓀লে গিয়ে সিনেমাটি উপভোগ করতে পারেন সেজন্য বেঙ্গালুরুর বিভিন্ন অফিসে ছুটি ঘোষণা করা হয়।