• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ০৩:০০ পিএম
‘দেয়ালের দেশ’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত সমালোচনা দূরে ঠেলে সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে বরাবরই জায়গা করে নিয়েছেন ঢাল🍰িউড অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার এই দুই তারকা। ‘দেয়ালের দেশ’ নামে একট🍸ি সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন রাজ-বুবলী। এবার সেই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে।

সোমবার (২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সরকারি অনুদানের ‘দেয়ালের দেশ’ সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। স൲িনেমাটি নির্মাণ করেছেন পরিচালক মিশুক মনি। এ সময় পরিচালক, নায়ক-নায়িকাসহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা মিশুক মনির বলেন, “অনুদানের সিনেমা মানেই আমরা সামাজিক কোনো ইস্যু ধরি। কিন্তু এই সিনেমার ক্ষেত্রে ভিন্ন হয়েছে। সিনেমাটি এই ট্যাবু ভাঙবে। এই সিনেমার গল্প আমার মাথায় এসেছে আরও পাঁচ বছর আগে। তখনই আমি সেটা লিখতে শুরু করি। এরপর ২০২০ সালে এটা অনুদানের ܫজন্য জমা দিই। ২০২১ সালের মাঝে সিনেমাটি অনুদান পায়। ফাইনালি গত বছর আমরা শুটিং শুরু করি। এই সিনেমা রাজ ও বুবলীকে একেবারেই ভিন্নভাবে আমি উপস্থাপন করেছি। আগে কখন দর্শক তাদের এভাবে পাইনি।”

সিনেমাটির অভিনেত্রী বুবলীর বলেন, “সিনেমাটির স্ক্রিপ্ট হতে পেয়েই আমি কাজের জন্য রাজি হয়েছি। কারণ, গল্প পড়েই আমার ভীষণ ভালো লেগেছে। ‘দেয়ালের দেশ’ সিনেমাটি না দেখা পর্যন্ত দর্শক বু🔴ঝবে না যে এখানে আমরা কী করেছি। সবকিছু মিলে দুর্দান্ত একটা  হয়েছে।”

Link copied!