• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মৌসুমী হামিদকে ‘দুমুখো’ সাপ বললেন রাজ রিপা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ০৩:৪৯ পিএম
মৌসুমী হামিদকে ‘দুমুখো’ সাপ বললেন রাজ রিপা
অভিনেত্রী মৌসুমী হামিদ ও রাজ রিপা। ছবি: সংগৃহীত

সেলিব্রেটি ক্রিকেট লিগে মারামারির ঘটনার পর গণমাধ্যমে শরিফুল রাজের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ আনেন অভিনেত্রী রাজ রিপা। তবে সামাজিকমাধ্যমে অভিনেত্রী মৌসুমী হামিদ😼 জানান, রাজ কাউকে আক্রমণ করতে যাননি বরং হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করেছিলেন। এতে মৌসুমী হামিদের উপর চটেছেন রাজ রিপা।

গণমাধ্যমকে রাজ রিপা বলেন, ‘ ‘ওইদিন যখন পানির বোতল ছুঁড়ে মারা হয় তখন ♛তা মৌসুমী আপুর হাতে এসে লাগে। তখন আমি চেয়ার ছুঁড়ে মেরেছি। কিন্তু সেটা কারো গায়ে লাগেনি। সেসময় শরিফুল রাজ ব্যাট তুলে আমাদের দিকে তেড়ে আসছিলেন। চার-পাঁচজন তাকে ধর😼ে রাখতে পারছিলেন না। ওই ভিডিওটাই আজ প্রকাশ করেছি আমি।’’

এরপর মৌসুমী হামিদকে নিয়ে রাজ রিপা বলেন, ‘‘মৌসুমী হামিদ সিন্ডিকে🧔টের একজন। যখন ওই ঘটনাগুলো ঘটছে তখন কেঁদে কেঁদে তাকে বলি, আপু দেখো ওরা কী করছে। তখন মৌসুমী আপু বলেন, ‘সোনা তুমি চুপ করো, সবাই তোমদের বিপক্ষে। তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’ এ কথা বলে আমাকে পাশে দাঁড় করিয়ে রাখেন। এদিকে মৌসুমী আপুর সঙ্গেও কিন্তু ওদের একচোট ঝামেলা হয়েছে। কিন্তু তারপরও মৌসুমী আপু ভোল পাল্টালেন! এটা আশা করিনি।’’

এরপর মৌসুমীকে দুমুখো সাপ আখ্যা দিয়ে রিপা বলেন, ‘‘মৌসুমী হামিদ যে দু-মুখো সাপ তিনি ফেসবুকে পোস্ট না দিলে বুঝতাম ন꧙া। অথচ তিনি তখন আমাকে বোঝাচ্ছিলেন তারা ইচ্ছা করে এসব করছে। আমাদের ফাঁসানোর জন্য। পরক্ষণেই ফেসবুকে লিখলেন, রাজ ফ্লোরে পানির বোতল ছুঁড়েছেন, কাউকে আক্রমণ করতে যাননি।’’

এর আগে সেলিব্রেটি ক্রিকেট লিগে মারামারির ঘটনায় মৌসুমী হামিদ আহত হয়ে🐻ছেন বলে জানা গিয়েছিল। বিষয়টি পরিষ্কার করে তিনি ফেসবুক লিখেন, "আমি আহত হইনি। কে বা কারা এই বিভ্রান্তি ছড়াচ্ছেন আমি জানি না । রাজ বোতল ছুড়ে মেরেছিলেন ফ্লোরে । বোতলটা ফেটে আমার গায়ে পানি লেগেছে মাত্র। আমি নিজে এটা নিয়ে কোনো অভিযোগ করিনি। কারণ আমি দেখেছি আমাকে বা অন্য কাউকে উদ্দেশ্য করে বোতলটা তিনি মারেননি।ও বরং যারা উত্তেজিত ছিল তাদের কে ঠেকানোর চেষ্টাও করছিল।শুধু শুধু কেন বারবার ছড়ানো হচ্ছে এটা আমি জানি না।"

এদিকে খেলা চলাকালীন দুই পক্ষের মারামারির পর সাময়িক স্থগিত করা হয়েছিল লিগটি। একটা বিরতি দিয়ে চলতি মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে লিগের বাকি ম্যচগুলো। সিসিএল–২০২৩–এর আয়োজক কমিটি মঙ্গলবার (৩ অক্টোবর) এ তথ্য ন🌟িশ্চিত করেছেন।

Link copied!