• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মোহিনীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে যা বললেন এ আর রহমানের মেয়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৩:৫০ পিএম
মোহিনীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে যা বললেন এ আর রহমানের মেয়ে
কন্যদের সঙ্গে সংগীতশিল্পী এ আর রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ꧃দাম্𓆉পত্য জীবনের ইতি টানলেন ভারতীয় অস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমান। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। 

সোশাল মিডিয়ায় এ আর রহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই রহমানের সহশিল্পী মোহিনী স্বামী ম্যাকের সঙ্গ🌱ে বিচ্ছেদ ঘোষণা করেন।

দুই ঘটনার য🥃োগসূত্র খুঁড়ে নানা জল্পনা নেটপাড়ায়। রটে গেছে, রহমান-সায়রাবানুর ২৯ বছরের দাম্পত্যে ডিভোর🧜্সের নেপথ্যে নাকি এই বঙ্গকন্যা।

এদিকে বাব🐻া-মার বিচ্ছেদে মন খারাপ দুই মেয়ে রহিমা, খাতিজাদের। এর মাঝেই মোহিনীর সঙ্গে বাবার পরকীয়ার গুঞ্জন শুরু হওয়ায় মারাত্মক চটেছেন রহমানকন্যারা।

নেটপাড়ায় রহমান-মোহিনীকে নিয়ে নানা চটুল, রসাল খবর চাউর হতেই শেষমেশ মুখ খুললেন বড়কন্যা রহিমা রহমান। সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ🐻 পোস্টে নিন্দুকদের একহাত নিয়ে লিখেছেন, ‘সবসময়🔜ে মনে রাখবেন গুঞ্জন তারাই ছড়ায় যারা হিংসে করে বা আপনাকে ঘৃণা করে। মূর্খরা সেগুলো রটায়। আর বোকারা সেই ভুয়া খবর, রটনাগুলোকে গিলতে থাকে। সত্যিই বলছি, নিজের চরকায় তেল দিন।’ দিদির সেই পোস্ট শেয়ার করেই ক্ষোভ উগড়ে দিয়েছেন বোন খাতিজা রহমানও।

এদিকে রহমান ও মোহিনীকে জড়িয়ে বিতর্ক শুরু হতেই মুখ খুলেছেন রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “এসব বিতর্কের কোনও অর্থ নেই। মোহিনীর ডিভোর্সের সঙ্গে রহমা🌸নে ও সায়রার ডিভোর্সের কোনও সূত্র নেই। এটা তাঁদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত। তাই অযথা বিতর্ক না করাই ভালো। প্রত্যেকটি দীর্ঘ বিবাহিত জীবনই ওঠাপড়ার মধ্যে দিয়ে এগিয়ে চলে। আমি খুবই খুশি তাঁরা খুব সচেতনভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিচ্ছেদ একেবারেই খারাপ বৈবাহিক জীবনের ফল নয়। সায়রা ও রহমান দুজনেই দুজনকে সম্মান করেন।”

Link copied!