দর্শকদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন পুষ্পারাজ। অবশেষে রোবꦅবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশ্যে এলো বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’র ট্রেলার। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল অভিনীত এ ছবির দুই মিনিট ৪৭ সেকেন্ডেরে ট্রেলারে মারকাটারি অ্যাকশন দেখা গেছে। পুষ্পারাজের এ ঝলক দেখতে পেয়ে উত্তেজিত আল্লু অনুরাগীরা।
সুকুমার পরিচ🦄ালিত এই ছবির ট্রেলারজুড়ে ꦍরয়েছে মারকাটারি অ্যাকশন, রোম্যান্সের ঝলক আর কিছু জবরদস্ত সংলাপ। নিজের প্রাপ্য বুঝে নিতে এক ইঞ্চি জমি ছাড়বে না পুষ্পারাজ। সে জোর গলায় বলে, স্ত্রী শ্রীবল্লির কথা শুনে চলে সে, অথচ শত্রুর সামনে অকুতোভর পুষ্পারাজ।
লাল চন্দনকাঠের চোরাচালান করেই প্রতিপত্ত🙈ি পুষ্পার। ট্রেলারজুড়ে এয়লান, ‘পুষ্পা শুধু নাম নয়, পুষ্পা একটা ব্র্যান্ড’। পুষ্পার অঙ্গীকার, ‘শ্রীবল্লি আমার বাইকো (স্ত্রী༺), যখন একটা পুরুষ তার বউয়ের কথায় চলে তখন কী হয়, সেটা গোটা পৃথিবীকে দেখাবে পুষ্পা’।
ফাওয়াদ ফাসিলের সঙ্গে চোর-পুলিশের খেলা জারি রꦆয়েছে পুষ্পার। কোনোভাবেই নিজের ব্যবসার পথে কাউকে আসতে দিতে নারাজ পুষ্পা। ওদিকে পুষ্পাকে ধ্বংস করার শপথ নিয়েছে এসপি ভনওয়ার সিং শেখাওয়াত (ফাওয়াদ ফাসিল)।
ট্রেলার দেখে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘গুজবাম্পস!’ কেউ বলছেন, ‘উফ! আর অপেক্ষౠা করতে পারছি না, আল্লু অর্জুন সব রেকর্ড ভেঙে দেবেন’।
২০২১ সালের ছবি ‘পুষ্পা: দ্ಌয রাইজ’র সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্য রুল’। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা এবং ফাহাদ স্বমহিমায় ফিরছেন সিক্যুয়েলে। সিনেমাটি প্রযোজনা করছেন মিথ্রি মুভি মেকার্স ও সুকুমার রাইটিংস। দেবী শ্রী প্রসাদ ছবিটির সংগীত রচনা করছেন।
পুষ্পাকে দিনমজুর থেকে লাল চন্দন চোরাকারবারি থেকে গ্যাংস্টারꦆে পরিণত হতে দেখা গিয়েছিল প্রথম পর্বে। সেই রাজপাট কীভাবে সামলাবে সে? তা ধরা পড়বে ছবির সিক্যুয়েলে। পুষ্পা জোর গলায় জানিয়েছেন, ‘যে ন্যাশন্যাল নয়, ইন্টারন্যাশন্যাল খিলাড়ি’।
আগ🐻ামী ৫ ডিসেম্বর তেলেগু, হিন্দি, তামিল, কন্নড়, মালায়ালাম ও বাংলা ভাষায় মﷺুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’।