• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০, ১০ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


স্ত্রীর নগ্ন ভিডিও প্রকাশ করে তোপের মুখে পপতারকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৩:১৪ পিএম
স্ত্রীর নগ্ন ভিডিও প্রকাশ করে তোপের মুখে পপতারকা
কেনি ওয়েস্ট ও বিয়াঙ্কা সেন্সুরি। ছবি: সংগৃহীত

স্ত্রীর নগ্ন ভিডিও প্রকাশ করে তোপের মুখে মার্কিন জনপ্রিয় পপ তারকা কেনি ওয়েস্ট। সম্প্রতি নিজের স্ত্রীর গোসলের নগ্ন ভিডিও ধারণ করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন এ তারকা। বাথটবে স্নানরত অবস্থায় স্ত্রী বিয়াঙ্কা সেন্সুরির নগ্ন ভিডিওটি করেছিলে🦄ন তিনি। আর সেই ভিডিও পোস্ট করে দিয়েছেন সোশাল মিডিয়ায়। তাতেই তুমুল শোরগোল। সমালোচনায় ব൩িদ্ধ হচ্ছেন কেনি।

সম্প্রতি বিয়াঙ্কার জন্মদিন ছিল। সেদিনই বাথটবের নগ্ন ভিডিওটি তোলেন পপ তারকা। সেটি সোশাল মিডিয়ায় পোস্টও করে দেন। ভিডিওটি দেখেꦛ নেটিজেনদের দাবি, বিয়াঙ্কা সেই সময় নেশাগ্রস্ত ছিলেন। আর সেই সুযোগ নিয়ে ভিডিওটি তোলেন ওয়েস্ট।

এর আগে নৌকায় নিতম্ব প্রদর্শনের জন্য নিন্দার মুখেꦿ পড়েছিলেন কেনি ওয়েস্ট। ২০২৩ সালে আবার ইটালির রাস্তায় কেনি ও বিয়াঙ্কার ছবি দেখে চমকে ওঠেন অনুরাগীরা। ‘ন্যুড’ পোশাক পরে কেনির সঙ্গে রাস্তায় হাঁটছিলেন বিয়াঙ্কা। মনে হচ্ছিল যেন প্রায় নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটছেন ২৯ বছরের মডেল। সে সময়ও ছবি ঘিরে প্রবল বিতর্ক হয়েছিল।

মার্কিন এই শিল্পী এক সময় নিজের নাম বদলে নিজের নতুন নাম রাখেন ‘ইয়ে’।
নাম পরিবর্তন করলেও অনুরাগীদের কাছে তিনি এখনও কেনি ওয়েস্ট। কেনি একসময় বিশ্বের বেস্ট সেলার সংগীত শিল্পীর খেতাব পেয়েছিলেন। তবে বিতর্কের পাতায় কেনির নাম আগে একাধিক✃বার এসেছে। ইলন মাস্কের সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন তিনি। এজন্য খেসারতও দিতে হয়েছে। কেনির টুইটার অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছিলেন ইলন।

এর আগে আলোচিত মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন কেনি। ২০২৩ সালের জানুয়ারি ম🅘াসে জানা যায়। ২৯ বছরের অস্ট্রেলিয়ান আর্কিটেক্ট ও মডেল বিয়াঙ্কা সেন্সুরিকে গোপনে বিয়ে করে ফেলে🧔ছেন কেনি। এরপর বিচ্ছেদ হয় দুজনের।

Link copied!