• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লাইভে এসে রাজের সব কথার উত্তর দেবেন পরীমনি!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৩, ০৩:৩৭ পিএম
লাইভে এসে রাজের সব কথার উত্তর দেবেন পরীমনি!

শোবিজ প্রাঙ্গনের দুই আলোচিত দম্পতি পরীমনি ও শরিফুল রাজের সংসার নিয়ে নেট জগতে চলছে নানা সমালোচনা। এরই মাঝে রবিবার (৪ জুন) রাত সাড়ে আটটার দিকে দেশের একটি শীর্ষস্থান🌱ীয়ꦦ গণমাধ্যমে লাইভে আসেন অভিনেতা শরিফুল রাজ।

লাইভে এসে রাজ তার সংসারে সাম্প্রতিক সময়ে ঘ🌠টে যাওয়া ব্যক্তিজীবনের অনেক কিছু খোলামেলা আলোচনা করেন।

আজ সোমবার (৫ জুন) সকাল ৬টা ৫৯ মিনিটে নিজের ভের🍃িফায়েড ফেসবুক পেজে প্রায় ৪০ মিনিটের সেই লাইভ ভিডিওটি শেয়ার করেন পরীমনি। জানান, রাজের গতকালকের লাইভের সব কথার উত্তর আজ লাইভেই দেবেন তিনি।

পরীমনির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো: 
‘সারা ফ্🐷যায়রুজ যাইমা আপু, আপনার এই প্রফেশনাল ম্যানারিজমটাকে অ্যাপ্রিশিয়েট করতেই হবে। কি দারুণ! কিন্তু শরিফুল রাজ, আপনি একটু সংযত হতেই পারতেন। সামনে বসে থাকা একজন নারী উপস্থাপক এতো ভদ্রতার সাথে আপনাকে প্রশ্ন করছেন, কথা বলছেন অথচ আপনি অসভ্য এবং উগ্রতার সাথে তর্ক করার মতো করে কথা বলে যাচ্ছেন! আপনাদের বন্ধুদের একান্ত মূহুর্তের সেই সব বাজে, নোংরা ভাষা আপনি স🅠েটাও বলে ফেললেন! আবার ‘ফর এন এক্সাম্পল’ বলে সামনে বসা নারীকে আপনার ওয়াইফ হিসেবে দাঁড় করে কিছু ব্যাখা দেওয়া একজন নারীকে বিব্রত করতে পারে, এটা বোঝেন না?’

লাইভে আসার ঘোষণা দিয়ে তি🃏নি লেখেন, ‘আপনার কালকের লাইভের সব কথার উত্তর আপনাকে আজ লাইভেই দেব। ততক্ষণ সুস্থ এবং স্বাভাবিক মস্তিষ্ꦏকে থাকার চেষ্টা করবেন অবশ্যই।’

Link copied!