• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভালোবেসেই মানুষ আমার নামে গরুর নাম রাখে: হিরো আলম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২১, ২০২৩, ১২:০৪ পিএম
ভালোবেসেই মানুষ আমার নামে গরুর নাম রাখে: হিরো আলম

‘যারা 𒀰আমাকে ভালোবাস꧃েন তারা আমার নামে গরুর নাম রাখে’ বলে মন্তব্য করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

মঙ্গলবার (২০ জুন) নিজের ফেসবুক পেজে হিরো আলম একটি ভিডিও পোস্ট কর🐼েছেন। সেখ𓆏ানেই এমন মন্তব্য করেন তিনি।

হিরো আলম বলেন, “যারা আমাকে ভালোবাসেন তারা আমার নামে গরুর নাম রাখে। আর এটা নিয়ে আমার কোনো রাগ নাই, অভিমান নাই। কারণ, 🎃হিরো আলম🌜ের নামের একটা দাম আছে। সবমিলিয়ে ক্রেতারা গরুটা কেনে।”

এসময় নিজে🌳র নামে কুরবানির হাটে গরু উঠার প্রসঙ্গে হিরো আলম বলেন, “প্রতিবারই তো হিরো আলমের নামে মানুষ গরু পালে, যারা বিক্রি করে। হিরো আলমের নামে গরুর নাম দিলে হয়তো ভালো বিক্রি হবে।”

তিনি আরও বলেন, “কেউ হয়তো ভালোবেসে শখ করে এটা রাখে। গরুর নাম হিরো আলম, এবারের ঈদেই নতুন না। এর আগেও এমন 𓆉ঘটনা ঘটেছে। তাই এটা নিয়ে মন খারাপ করি না আমি। তারা আমাকে ভালোবাসে, এজন্য আমার নামে তারা গরুর নাম রাখে।”

এ বছর গ🌜াবতলী হাটে আমার নামে গরু আসলে, আমি ফ্রি থাকলে অবশ্যই হাটে গর♋ুটা দেখতে যাব বলে জানান প্রায় সময়ই নানান ইস্যুতে আলোচনা-সমালোচনায় থাকা এই কনটেন্ট ক্রিয়েটর। 

Link copied!