• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রেমে পড়ার রহস্য ফাঁস করলেন পরীমনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৮:০৮ পিএম
প্রেমে পড়ার রহস্য ফাঁস করলেন পরীমনি
পরীমনি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনির ফেসবুকে একটি ভিডিও ক্লিপ পোস্ট নিয়ে তৈর🙈ি হয় ধোঁয়াশা। যা তিনি পোস্ট করেন ১৮ নভেম্বের ভোরের দিকে। তাতে দেখা যায়, একটি গাড়ি চলছে। পরীমনি একজন যুবকের হাতে হাত রেখেছেন। গাড়ির খোলা জানালায় আলো-আঁধারির খেলায় মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে লেখেন, ‘আমি আবার প্রেমে পড়েছি।’

সেই ভিডিওর সঙ্গে এমন ক্যাপশনে অনেকটা হৈচৈ পড়ে যায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। সত্যিই কি প্রেমে পড়েছেন নায়িকা? এমন গুঞ্জন চলে দিনভর। যে গুঞ্জন থেকে খবর তৈরি হয় গণমাধ্যমেও। তবে অনেকের সন্দেহ হয়, ঘটনা কি আসলেই স༒ত্যি? নাকি পরীমনি মজাচ্ছলে রহস্য 🅷তৈরি করেছেন?

হ্যাঁ, সেটাই সত্যি হয়েছে। অবশেষে সেই ধোঁয়াশা⛄ দূর হয়েছে, রহস্যের মেঘও কেটে গেছে। দিন শেষে জানা গেল, ‘আমি আবার প্রেমে পড়েছি’ বলা সেই যুবক তার নতুন কোনো প্রেমিক নন। নায়িকা নিজেই সেটা স্পষ্ট করলেন। একই সঙ্গে সেই মানুষকেও আনলেন প্রকাশ্যে।

পরীমনি

জানা গেল, হাতে হাত রাখা সেই যুবক দেশের একজন কোরিওগ্রাফার। তিনি একটি ফ্যাশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। পরীমনি তার ফেসবুকে আবারও সেই ভিডিওটি পোস্♏ট করে এবার ক্যাপশনে লিখেছেন, “প্রাংকটা কি একটু বেশি হয়ে গেছিল?”

ব্যক্তিজীবন 🅺নিয়ে বরাবরই আলোচনায় থাকা ঢালিউড তারকা পরীমনি বছরখানেক হলো একাকী জীবন যাপন করেছেন। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর মাস ছয়েক আগে পরীমনি বলেছিলেন, ‘আমি এখন ডিভোর্সি। এখন আর প্রেম করতেই ইচ্ছে হয় না।’

গাড়ির খোলা জানালায় আলো-আঁধারির খেলায় মেতে উঠেছে দুটি হাত

পরীমনির সেই দৃঢ় ঘোষণার ছয় মা🔜সের মাথায় নতুন প্রেমের সম্পর্কের কথা জানান দেওয়ায় রহস্য তৈরি হয়েছ༒িল। যার অবসান ঘটালেন দ্বিতীয় পোস্টের মাধ্যমে।

Link copied!