• ঢাকা
  • সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০২৪, ১৮ ভাদ্র ১৪৩১, ২৮ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মেয়েদের জন্য পাকিস্তান নিরাপদ না: অভিনেত্রী আয়েশা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩, ১১:৪৬ এএম
মেয়েদের জন্য পাকিস্তান নিরাপদ না: অভিনেত্রী আয়েশা
পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমর। ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা ওমর দেশটি ছাড়ার কথা ভাবছেন। এক পডকাস্টে তিনি দেশটির বর্তমান অর্থনৈতিক দুরবস্থা এবং নারীদের নিরাপত্তার শঙ্কায় এমন সিদ্ধান্ত൲ের কথা জানান। খবর জিও টিভি

আয়েশা ওমর বলেন, “আমি এখানে (পাকিস্তান) নিরাপদ বোধ করছি না। আমি রাস্তায় একা হাঁটতে চাই, খোলা হাওয়ায় হাঁটতে পারা একজন মানুষের মৌলিক চাহিদা। এই যে আপনার অফিসে এত নারী রয়েছে, তারা কেউ রাস্তায় হাঁটতে পারে নꦅা। এটি কি দুঃখজনক নয়? আমি গা💫ড়িতে বসতে চাই না; আমি সাইকেল চালাতে চাই; আমি কেন বাইক চালাতে পারব না?”

৪২ বছর বয়সী অভিনেত্রী পাকিস্তানের ভয়ানক চিত্র তুলে ধরে জানান, ধর্ষণ, অপহৃত, ছিনতাইয়ের ভয় ছাড়া পাকিস্তানে অবাধে হাঁটতে পারে🦂ন না তিনি। আসলে স্ไবাধীনতা ও নিরাপত্তা মানুষের মৌলিক চাহিদা, যেটি পাকিস্তানে নেই।

অনেকটা আক্ষেপ করে আয়েশা বলেন, “আপনার বাড়িতেও আপনি নিরাপদ না। এমনকি হয়রানি ছাড়া পাকিস্তানের পার্কেও যেতে পাꦜরি না।”

এ সময় দেশের প্রতি ভালোবাসার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, “আমি দেশকে ভালোবাসি এবং আমার যদি বসবাসের জন্য বিশ♏্বের যেকোনো জায়গা থেকে বেছে নেওয়ার সুযোগ থাকে, তাহলে আমি পাকিস্তানকেই বেছে নেব।”

জানা গেছে, আয়েশার ভাই ডেনমার্কে থাকেন এবং তার মা-ও দেশ ছেড়🎉ে যাওয়ার পরিকল্পনা করছেন। 

Link copied!