• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মেয়েদের জন্য পাকিস্তান নিরাপদ না: অভিনেত্রী আয়েশা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩, ১১:৪৬ এএম
মেয়েদের জন্য পাকিস্তান নিরাপদ না: অভিনেত্রী আয়েশা
পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমর। ছবি: সংগৃহীত

পাকিস্তান🥀ের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা ওমর দেশটি ছাড়ার কথা ভাবছেন। এক পডকাস্টে তিনি দেশটির বর্তমান অর্থনৈতিক দুরবস্থা এবং নারীদের নিরাপত্তার শঙ্কায় এমন সিদ্ধান্তের কথা জানান। খবর জিও🐎 টিভি

আয়েশা ওমর বলেন, “আমি এখানে (পাকিস্তান) নিরাপদ বোধ করছি না। আমি রাস্তায় একা হাঁটতে চাই, খোলা হাওয়ায় হাঁটতে পারা একজন মানুষের মৌলিক চাহিদা। 💜এই যে আপনার অফিসে এত নারী রয়েছে, তারা কেউ রাস্তায় হাঁটতে পারে 🍷না। এটি কি দুঃখজনক নয়? আমি গাড়িতে বসতে চাই না; আমি সাইকেল চালাতে চাই; আমি কেন বাইক চালাতে পারব না?”

৪২ বছর বয়সী অভিনেত্রী পাকিস্তানের ভয়ানক চিত্র তুলে ধরে জানান, ধর্ষণ, অপহৃত, ছিনতাইয়ের ভয় ছাড়া পাকিস্তানে অবাধে হাঁটতে পারেন না তিন꧑ি। আসলে স্বাধীনতা ও নিরাপত্তা মানুষের মৌলিক চাহিদা, যেটি পাকিস্তানে নেই।

অনেকটা আক্ষেপ করে আয়েশা বলেন, “আপনার বাড়িতেও আপনি নিরাপদ না। এমনকি হয়রানি ছাড়া পাকিস্তানের পার্কেও য💙েতে ﷽পারি না।”

এ সময় দেশের প্রতি ভালোবাসার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, “আমি দেশকে ভ🐻ালোবাসি এবং আমার যদি বসবাসের জন্য বিশ্বের যেকোনো জায়গা থেকে বেছে নেওয়ার সুযোগ থাকে, তাহলে আমি পাকিস্তানকেই বেছে নেব।”

জানা গেছে, আয়েশার ভাই ডেনমার্কে থাকেন এবং তার মা-ও দেশ ছেড𝄹়ে যাওয়ার পরিকল্পনা করছেন। 

Link copied!