• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৩:৩৮ পিএম
বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

উদ্💮বো♌ধন হয়ে গেল ৭৪ তম  আন্তর্জাতিক বার্লিন চলচ্চিত্র উৎসবের। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বার্লিনের শহর কেন্দ্র পটসডামার প্লাজায় ম্যাকিলিনে ডিট্রশ প্লাজা সংলগ্ন থিয়েটার হলে এ উৎসবের উদ্বোধন হয়।

ইউরোপের কান, ভেনিস চলচ্চিত্র উৎসবের মতোই বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব “বার্লিনালে”-র দিকে নজর সারা পৃথিবীর চলচ্চিত্র প্রেমীদের। বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ ফেব্রুয়ারি মাসের এই কনকনে শীতের দিনগুলোতে ভিড় জমান বার্লিܫনের এই উৎসবে।

এ🐻বারের ৭৪ তম উৎসবে জার্মান সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী বলেন, “আসুন আমরা সিনে♐মার বহুমুখিতা উপভোগ করি। ২০২৪-এর এই উৎসব আমাদের হৃদয়কে হয়তো নতুন এক দিগন্তের দিকে টেনে নিয়ে যাবে।”

করোনা মহামারির꧙ কারণে গত কয়েক বছর বার্লিনালে উৎসবের চেহারা ছিল মলিন। ২০২০, ২০২১-এ বার্লিনালে উৎ🐟সব উদযাপিত হয় অনলাইনে। 

Link copied!