• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘ফ্যামিলি ডিসটেন্স’-এ একঝাঁক তারকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩, ০৫:৫৮ পিএম
‘ফ্যামিলি ডিসটেন্স’-এ একঝাঁক তারকা

বৈশাখী টিভির দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ডিসটেন্স’। প্রচারিত হচ্ছে প্রতি শনিবার, রোববার ও সোমবার রাত ৯.২০ মিনিটে। হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুর, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, সাবেরি আলম, শফিক খান দিলু, হারুনুর রশিদ বান্টি, শাহেদ শরিফ খান, হাসান জাহাঙ্গীর, আ💖শিক চৌধুরী,  চাঁদনী, তারিক স্বপন, সিয়াম নাসির, অনন্য অনু, আইবি নূর, নিঝুম রুবিনা, শরীফ সরকার, সꦏাবরিনা সুইটি প্রমুখ।  

নাটকের গল্প সম্পর্কে বলতে গিয়ে পরিচালক হাসান জাহাঙ্গীর বলেন, “টাকা হলেই জীবনে সুখ আসে না। সম্পর্ক টিকে 🍎থাকে না। কোনো না কোনো কারণে সমাজ ও সংসার থেকে বিচ্ছিন্ন  হয়ে পড়ে মানুষ। কেন এবং কী কারণে সমাজ থেকে, পরিবার থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে - ডিসটেন্স তৈরি হচ্ছে- তা✨রই প্রতিফলন ঘটবে এই দীর্ঘ ধারাবাহিক নাটকে। যা দর্শকনন্দিত হবে বলে আমার বিশ্বাস।”

নাটকের গল্পে দেখা যাবে, ইমতিয়াজ চৌধুরী বাবা মার দেওয়া দায়িত্ব পালনে স্বার্থপরের ভূমিকা নিয়ে ভাই বোনের সম্পত্তি আত্মসাৎ করে তিনি অনেক বড় লোক। মিল, ফ্যাক্টরি, হসপিটাল, গার্মেন্টস অনে♔ক ব্যবসা তার। উল্টোদিকে ইমতিয়াজ চৌধুরীর ভাই-বোন বাবা-মায়ের সম্পত্তি হারিয়ে একজন মানসিক রোগী। একজন ভিক্ষাবৃত্তি করে সংসার চালায়। অন্যজন অসুস্থ হয়ে হসপিটালে পড়ে  আছে। ইমতিয়াজ চৌধুরী নিজের সুখের জন্য ভাই-বোনের খবরটুকু পর্যন্ত রাখেন না। জীবনকে উপভোগ করতে গিয়ে একে একে চার বিয়ে করেছেন। কোনো সংসারেই তার সন্তান নেই। সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দিনের পর দিন। শুধু সন্তানের অভাবে। এভাবেই এগিয়ে চলে ‘ডিসটেন্স’ নাটকের কাহিনী।

Link copied!