• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পালিয়ে থাকা শিল্পীদের নিয়ে মুখ খুললেন ওমর সানী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ১১:৪৫ এএম
পালিয়ে থাকা শিল্পীদের নিয়ে মুখ খুললেন ওমর সানী
ওমর সানী। ছবি: সংগৃহীত

চিত্রনায়🔯ক ওমর সানী বলেছেন, যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা। কোটা সংস্কার আন্দোলনের পর বেশকিছু শিল্পী  পালিয়ে রয়েছেন। সম্প্রতি তাদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় এ কথা বলেছেন জনপ্রিয় এই নায়ক।

সাড়ে চার মিনিটের ওই ভিডিওর শুরুতেই ওমর সানী বলেন, ‘যারা আমার ফিল্ম আর্টিস্ট, তাদের নিয়ে আজকে কথা বলব এবং যারা সংগীতের আর্টিস্ট। সরকার পতন✨ের পর যারা পালিয়ে আছ, লুকান্তরে আছ, তাদের উদ্দেশে এ🤡ই কথাগুলো বলছি।’

এ অভিনেতা বলেন, তোমাদের পালিয়ে থাকার তো দরকার নেই।🌠 তোমরা দল করেছ, দলের সঙ্গে জড়িত ছিলে। মাঝেমধ্যে কিছু পকপক করেছ, এই যা। মার্ডার তো করনি, মার্ডার করছ? তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করছ? জানি না। আমার মনে হয় পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। ওমর সানী বলেন, কিছু মানুষ গালি দেবে, সেটি সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রূপ করবে, কিন্তু🦩 তোমাদের ভুলগুলো দোষগুলো স্বীকার করতে হবে।

ওমর সানী বলেন, 🦂তোমাদের যে অপরাধ, মনে হয় না এর জন্য ফাঁসি হবে। তাই তোমাদের উচিত প্রকাশ্যে আসা।

ওমর সানী আরও বলেন, ‘পালিয়ে না থেকে আমার মনে হয় প্রকাশ্য♌ꦦে এসো, তোমরা বলো যে— আমরা অমুকটা করেছি, যা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছু দিন রিমান্ডে থাকতে পারো। আমার তো মনে হয় না তোমাদের যে অপরাধ, তার জন্য ফাঁসি হবে।

ফিল্ম আর্টিস্টদের নিয়ে এ অভিনেতা বলেন, আমার ফিল্মের সহকর্মী, আর্টিস্ট টেকনিশিয়ানস— তোমরা যারা পালিয়ে আছ, তোমাদের তো পালিয়ে থাকার দরকার নেই। প্রকাশ্যে আসো💖। দরকার হলে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে আমাদের মতো সাধারণ মানুষ; অনেকেই যায়। পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো। সেজন্যই বলি— পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে মানুষের সঙ🥂্গে কথা বলো। ধরা দাও, দরকার হলে জেলে যাও। তিনি বলেন, আমার দৃষ্টিতে এটাই বলে— কার দৃষ্টিতে কী বলবে আমি জানি না। আমার কাছে মনে হয়েছে, তোমাদের উদ্দেশে এটা বলা উচিত; আমি বললাম এবং প্রকাশ্যেই বললাম, কে কী ভাবছেন তা জানি না।

ওমর সানী বলেন, একটা জিনিস তো সত্য, যে যে লাইনের মানুষ, সেই লাইনের মানুষের প্রতি তার তো একটা সফট কর্নার কাজ করেই। আমরা কেউ দোষের ঊর্ধ্বে না। আমরা মহামানবও না, আমরা নবীও না, আমরা কোনো ওলি-আল্লাহ বা দরবেশও না, শয়তানও না। আমরা নবীর উম্মত। আমাদের দোষ থাকতে পারে, কেউ দোষের ঊর্ধ্বে না। তাই বলে লুকিয়ে থেকে লাভ নেই। প্রকাশ্💎যে এসে সবার সঙ্গে মিশো এবং♐ নিজের ভুলটা অনুভব কর।

Link copied!