• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এবার শাহরুখের নায়িকা হয়ে ধরা দিলেন নুসরাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২, ০৩:৪৬ পিএম
এবার শাহরুখের নায়িকা হয়ে ধরা দিলেন নুসরাত

কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী অন🔴ুষ্ঠানের মাধ্যমে শুর✃ু হয় ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে বলি-টালির শত শত তারকা উপস্থিত থাকলেও অনুপসꦦ্থিত ছিলেন টালিপ꧃াড়ার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। তাই শাহরুখের সঙ্গে দেখা হয়নি এ টালি সুন্দরীর।

তাতে কি? সে স😼ুযোগ মিস হলেও এবার যেন কোনো নতুন সুযোগ ধরা দিয়েছে নুসরাতের কাছে। আর তারই ইঙ্গিত তিনি দিয়েছেন নিজের ইনস্টাগ্রামে🐬 একটি ভিডিও পোস্ট করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশনে ব্যস্ত থাকায় কলকাতার চলচ্চিত্র উৎসবের💛 উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি নুসরাত। তবে ইনস্টাগ্রামের নতুন পোস্ট করা ভিডিওতে তিনি ধরা দিলেন নতুন রূপে।

পরনে লাল শাড়ি, টিউব টপ, ঠোঁটে লাল রঙের আভা, খোলা চুল। ঠিক ๊যেন ‘ম্যায় হু না’ ছবির সুস্মিতা সেন হয়ে হাজির হলেন তিনি। শাহরুখের সে ছবির একটি গান আর তাদের ভিডিওর সঙ্গে নি🐈জের নিউ লুকের একটি ভিডিও জুড়ে দিয়ে ছোট একটি রিল ভিডিও পোস্ট করেছেন তিনি।

ভিডিওতে একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন। সেখানে একটি ইংরেজি বাক্য লিখেছেন। যার বাংলা অর্থ দাঁড়ায়, “লাল শাড়ি, এসআরকের গান, সময় ℱএসেছে স্বপ♊্নপূরণ হওয়ার।”

আর এতেই নেটিজেনদের মনে উঁকি দিচ্ছে নানা প্রশ্ন। সম্প্রতি তার স্বামী অভিনেতা যশ নাম লিখিয়েছেন বলিউড ইন্ড💫াস্ট্রিতে। তাই এবার নুসরাতও সেই একই পথে হཧাঁটার ইঙ্গিত দিচ্ছে কি না, তা শুধু সময়ই বলে দিতে পারবে।

Link copied!