টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সজল বেশকিছু দিন ধরে নাটক থেকে দূরে আছেন। চলচ্চি🔯ত্র ও ওয়েবফিল্মেই তাকে বেশি সরব 𝔉দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসছে ঈদে সজল অভিনীত নতুন একটি ওয়েবফিল্ম মুক্তি পেতে যাচ্ছে।
🌳ওয়েবফিল্মটির নাম `রুমী`। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। ঈদে ওটিটি মাধ্যম হইচই-য়ে এটি প্রচারিত হবে। "রুমি" ওয়েবফিল্মে গোয়েন্দা আরিয়ান চরিত্রে অভিনয় করেছেন সজল।
এ বিষয়ে সংবাদমাধ্যমকে সজল জানান, `ভিকি জাহেদ আমার অসম্ভব পছন্দের একজন পরিচালক। তার কাজ সবসময়ই ব্যতিক্রমী হিসেবে দর্শকদ🌄ের কাছে প্রশংসিত হয়ে আসছে। আমার বিশ্বাস "রুমী" ওয়েব ফিল্মটিও সেরকমই কিছু হবে।`
গোয়েন্দা আরিয়ান চরিত্রে অভিনয়ের বিষয়ে সজল বলেন, `গোয়েন্দা চরিত্রে অভিনয় করা সবসময়ই উপভোগ করি। "রুমী" সিনেমায় আরও বেশ🧜ি করেছি। কেননা এটি বড় ক্যানভাসের একটি সিনেমা। অনেক বড় আয়োজন করে কাজটি করা হয়েছে।`
তবে, এবারের ঈদে কোনো নাটকে অভিনয় করেননি সজল। তিনি বলেন, `ওয়েবফিল্মটির জন্য অনেক সময় দিয়েছি। অনেক প্রস্তুতি নিয়ে অভিনয় ক💦রেছি। আমি চেয়েছি ভালো কাজ কমই হোক।`
এ সিনেমায় সজলের সঙ্গে চঞ্চল চৌধুরীকেও পর্দায় দেখা যাবে। তিনি বলেন, `চঞ্চল চৌধুরী একজন শক্তিমান অভিনেতা। তার সাথে প্রথম সিনেমা করলাম। ভালো অভিজ্ঞতা 🌱হয়েছে।`