• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘তাহসানের বউ নিয়ে শোরগোল, মেজর ডালিমে চাপা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৫:০৯ পিএম
‘তাহসানের বউ নিয়ে শোরগোল, মেজর ডালিমে চাপা’
তাহসার ও রোজা, মেজর ডালিম। ছবি: কোলাজ

জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও উপ༒স্থাপক শাহরিয়ার নাজিম জয়। অভিনয় থেকে উপস্থাপনায় এসে নিজের একটা আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। এ তারকার উপস্থাপনার স্টাইল ও ধরন নিয়ে রয়েছে তর্ক-বিতর্ক, সমালোচনা। যদিও এসব কিছুতে কান না দিয়ে জয় তার কাজ করে যাচ্ছেন আপন গতিতে।

রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর দেশসেরা তারকাদের সামনে বসিয়ে জয় নানান অপ☂্রিয় প্রশ্ন করে বহুবার হয়েছেন আলোচিত।  

এবার এই আলোচিত ও সমালোচিত সঞ্চালক তাহসানের বিয়ে ও নতুন বউ আলোচনায় নিয়ে এলেন। এই সঞ্চালক রোববার (৫ জানুয়ারি)রাতে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘তাহসানের নতুন বউয়ের কার সাথে আগে সম্পর্ক ছিল এটা এ সময় সামনে তুলে আনা একটা বিকৃত রুচির পরিচয়। আর তাহসানের বউ অত্যন্ত সুন্দরী বলে আমাদের সকলের আফসোসের কোন কারণ নাই। কারণ আল্লাহপাক উপর থেকে সব ফায়সালা করেন। কার বউ সুন্দরী হবে কার জীবন সুন্দর হবে সেটা আমাদের সিদ্ধান্ত নয় বরং সৃষ্টিকর্তার সিদ্ধান্ত। আমরা খুব ছোট ছোট বিষয়কে গুরুত্বপূর্ণ ভেবে অধিকাꦡংশ সময় কাটিয়ে দেই। 

ফাইনালি নিজেদের জীবনটাই গুরুত্বহীন হয়ে যায়। তবে আল্লাহ বাঁচাইছে তাহসান এবং তাহসান এর বউ নিয়ে যে শোরগোল সেটা মেজর ডালিমের ইন্টারভিউ দিয়ে মো🧸টামুটি চাপা পড়ছে। সোশ্যাল মিড🅰িয়া এমনই একটি খেলনা যেটি আপনিও খেলতে পারেন। একটি বিষয়কে দিয়ে আরেকটি বিষয়কে ধামাচাপা দিতে পারেন। এই খেলনার উপর পুরো জাতি নির্ভরশীল।

Link copied!