চিত্রনায়িকা অঞ্জনা এভাবে চলে যাবে এটা এখনো বিশ্বাস করতে পারছি না বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা রোজিনা। কিংবদন্তি এই অভিনেত্রীর মৃত্যুর পর স্মৃতিচা🅷রণ করতে গিয়ে ‘সংবাদ প্রকাশ’কে এমন কথা বলেছেন।
রোজিনা বলেন, ‘তার কী এমন বয়স, হঠাৎ চলে যাবে? আগে কোনো বড় অসুখেꦿর কথাও কখনো জানায়নি। তার পালক ছেলে মনি ফোন করে মৃত্যুর তিনদিন আগে মোবাইলে জানাল মা অসুস্থ, হাসপাতালে এইচডিইউতে, অক্সিজেন নিচ্ছে। আমি অবাক, আমার মনে হয়েছে কোনো গাফলতি আছে। তার এই হঠাৎ চলে যাওয়া আমি একটুকুও বিশꦅ্বাস করতে পারছি না।’
রোজিনা আরও বলেন, “অঞ্জনা আমার পরম আত্নীয়। আমরা একসঙ্গে অনেক ছবিতে অভিনয়ও করেছি। ‘অভিযান’ সিনেমায় শুর্টিং করতে গিয়ে একসঙ্গে একরুমে টানা ১ মাস ছিলাম। আমাকে সব বলতো। তার সম্পদ নিয়েও আমাকে জানিয়েছে। তার ৩/৪টি বাড়ি ও জমির কথা বলেছে। এমনকি লন্ডনের বয়ফ্রেন্ডও জমি কিনে দিয়েছে বলেছে। সরকার থেকে জমি পেয়েছিল। কিছুদিন আগে বলেছিল, একটি জমি বিক্রি করে চলছে। পরে 𒊎শুনি আরও উত্তরার একটি জমি সেল করেছেন। এতো টাকা কী করেছেন টাকা জানতে পারিনি। ওই তার পালক ছেলেই সব কিছুই তার করতো। ও নাকি নমিনিও ছিল। সব ওই দেখতো। অঞ্জনার মৃত্যু নিয়ে আমার অন্য কিছু মনে হচ্ছে।”
চিত্রনায়িকা রোজিনা বলেন, অঞ্জনা খুব সাদাসিদে ছিল। ভালো মানুষ ছিল। অভিনয় ও নাচে দক্ষ ছিলে🥀ন। দেশ ছাড়াও পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার ছবিতে অভিনয় করেছেন। দেশে ও বিদেশে তার সিনেমা পুরস্কৃত হয়েছে। তিনি আন্তর্জাতিক মানের একজন শিল্পী ছিলেন। তিনি নেই তার জন্য দোয়া করি তিনি যেখানে থাকুক, ভালো থাকুক।
উল্লেখ্য, অভিনেত্রী অঞ্জনা রহমান শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১টা ১০ মিনিটে রাজধা꧑নীর বঙ্গবন্ধু শেখ মুজিব ম🐼েডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।