• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শীতে ত্বকের যত্নে সেরা মধুর ফেসপ্যাক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৪:৫১ পিএম
শীতে ত্বকের যত্নে সেরা মধুর ফেসপ্যাক
সূত্র: সংগৃহীত

ত্বকের যত্নে মধুর ব্যবহার আদি🔴কাল থেকেই হচ্ছে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, ত্বককে মসৃণ করতে, ত্বকের বলিরেখা দূর করতে মধুর বিকল্প খুব কমই রয়েছে। শীতকালেও মধু দিয়ে তৈরি ফেসপ্যাক বেশ কার্যকরী। নায়িকারাও তাদের প্রতিদিনের রূপচর্চার রুটিনে মধু ব্যবহার করে থাকে। তবে ত্বকে মধু ব্যবহাಌর করার পদ্ধতিটা একটু বদলাতে হবে। শুধুমাত্র মধু সরাসরি ত্বকে না লাগিয়ে, এরসঙ্গে কিছু উপকরণ মেশালেই ত্বক হয়ে উঠবে আরও প্রাণবন্ত। চলুন জেনে নেই কীভাবে মধুর ফেসপ্যাকে ত্বকের যত্ন করা যাবে_

মধু-দারচিনির প্যাক

এই দুই উপকরণই ত্বকের জন্য উপকারী। এক চামচ মধুর সঙ্গে খানিকটা দারচিনি গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণটি থকথকে হলে তা পুর🦩ো মুখে লাগিয়ে নিন।🌸 কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। ত্বক যতি খসখসে হয় তা নিমিষেই দূর হবে। শীতকালে ত্বকের খসখসে ভাব বেড়ে যায়। তাই এই ফেসপ্যাকটি শীতের মৌসুমে অত্যাধিক কার্যকরী।

মধু-ওটমিল

ত্বকের ময়লা পরিষ্কারের জন্য স্ক্রাবিং করা জরুরি। মধু, ওটমিল এবং চিনিগুঁড়ো মিশিয়ে নিন। ক্রাবဣার তৈরি হয়ে যাব🐽ে। এটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। ত্বকের জমে থাকা মরা কোষ একেবারে উধাও হয়ে যাবে। ত্বক ভেতর থেকে মোলায়েমও করবে। ত্বকের জেল্লাভাবও বাড়বে।

মধু-লেবুর রস

মধু ও লেবুর রস ত্বকের জন্য উপকারী। এই দুয়ের যুগলবন্দি ত্বকের জন্য ভালো একটি প্যাক তৈরি করে। লেবুর রসে ভিটামিন সি রয়েছে। এছাড়াও সাইট্রিক অ্যাসিড, যা ত্বকে উজ্জ্বলতা বাড়ায়। পাশাপাশি মধু ত্বকে আর্দ্রতা ঠিক রাখে। মধু ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ন😼িন। ১০-🌌১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। ত্বক চকচকে করবে।

Link copied!