• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সেলিব্রিটি ফ্যাশনে ট্রেন্ড করছে ‘মোইসানাইট’ গয়না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৭:২৮ পিএম
সেলিব্রিটি ফ্যাশনে ট্রেন্ড করছে ‘মোইসানাইট’ গয়না
সূত্র: সংগৃহীত

নার🏅ী মানেই গয়নার প্রতি আসক্তি। প্রিয় পোশাকের সঙ্গে পছন্দের গয়না না হলে চলেই না। স্বর্ণ, রূপা, হীরার প্রতি আসক্তি ♔তো বরাবরই ছিল। বর্তমান সময়ে আরও একটি রত্নের প্রতি ঝুঁকছেন নারীরা। রীতিমতো ট্রেন্ডে উঠে এসেছে এই রত্ন। যার নাম মোইসানাইট। নজরকাড়া সৌন্দর্য এবং সাশ্রয়ী মূল্যের জন্য ইতোমধ্যে এই রত্ন নারীদের প্রিয় হয়ে উঠেছে।

মোইসানাইট মূলত সিলিকন কার্বাইডের একটি রত্ন। জানা যায়, ১৮৯৩ সালে বিজ্ঞানী হেনরি মোইসান একটি উল্কাপিণ্ডের টুকরো থেকে এই রত্ন আবিষ্কার করেন। বর্তমানে এটি ল্যাবে তৈরি হয়। তবে এর উজ্জ্বলতা একটুও♚ কমেনি।

মোইসানাইট ঝলক অতুলনীয়। এটি হীরার চেয়েও বেশি উজ্জ্বল। দামও কম। তাই রুচিশীল গহণায় এর ব্যবহার বেড়েছে। এনগেজমেন্ট রিং হোক কিংবা রেড কার্পেটের ঝলমলে নেকলেস অথবা ব্রেসলেট সবখানেই মোইসানাইট💖ের চমক দেখা যায়। এটি আভিজাত্য ও আধুনিক𒅌তার সংমিশ্রণ হয়ে উঠেছে।

বিশ্বের বিখ্যাত সব গহনার ব্র্যান্ড তাদের বিশে🎉ষ ডিজাইনে এ☂ই রত্ন ব্যবহার করছে। এটি পরিবেশবান্ধব। আর মানের প্রতিও আস্থা রাখা যায় শতভাগ। তাই বিশ্ব ফ্যাশনে সেলিব্রিটিদের কাছে প্রিয় হয়ে উঠেছে মোইসানাইটের গহণা।

২০২৪ সালের কান উৎসবে এমা চেম্বারলিনের গলায় শোভা পায় মোইসানাইটের নেকলেস। মেট গালায় লিলি রেইনহার্ট মোইসানাইটের ঝুমকা পরে রেড কার্পেটে নজর কাড়েন। হ্যারি পটার সিরিজের হারমাইয়নি গ্রেঞ্জার খ্যাত এমা ওয়াটসনের হাতের আংটিতেও ছিল মোইসানাইট। হলিউড, বলিউড তারকাদের কাছে এখন বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এই রত꧅্ন।

বর্তমান বিশ্ব ফ্যাশনের ধারণাও পাল্টে দিচ্ছে। পরিবেশবান্ধব ও টেকসই হওয়া এখন অন্যতম শর্ত। এর পাশাপাশি সৌন্দর্যের দিকটি বিব🔜েচনা হচ্ছে। মোইসানাইট বসানো গহণা সেই চাহিদা পূরণ করছে বলে মন্তব্য ফ্যাশন বিশেষজ্ঞদের।

তাদের মতে, মোইসানাইট ল্যাবে তৈরি হয়। এটি প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল নয়। তাই খনি༒ থেকে উত্তোলনের ক্ষতিকর প্রভাবও এড়ানো যাচ্ছে। এটি সাশ্রয়ী মূল্যেই পাওয়া যায়। এর কার্বন ফুটপ্রিন্ট অনেক কম। তাই পরিবেশ সচেতন প্রজন্মের জন্য এই রত্ন এখন ফ্যাশনের এক উজ্জ্বল ভবিষ্যৎ।

Link copied!