বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমসটেক সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি পান্ডে। সাক্ষাৎকালে তারা বিমসটেককে আরও꧒ কার্যকর করার তাগিদ জানিয়ে বিস꧟্তারিত আলোচনা করেন।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে বাণিজ্য ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚউ𓄧পদেষ্টার সচিবালয়স্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাণিজ্য উপদেষ্টা শে♚খ বশিরউদ্দীন বলেন, “বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কাজ করার লক্ষে গঠিত প্রতিষ্ঠানটি সহযোগী দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে। বিগত ২৭ বছরে অর্জন আশানুরূপ হয়নি। তবে সহযোগী দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিশেষ করে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পর❀িক বোঝাপড়া প্রতিষ্ঠানকে অধিক কার্যকর করতে ভূমিকা রাখতে পারে।”
এ ছাড়া বাণিজ্য উপদেষ্টা আঞ্চলিক বাণিজ্য দ্বিগুꦫণ করতে বিমসটেককে একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানান।
এসময় বিমসটেক সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি পান্ডে বলেন, “বিমসটেককে আরও কা⛎র্যকর করতে মিনিষ্ট্রিয়াল বৈঠকগুলো সাহায্য করবে।”
আঞ্চলিক পরিমণ্ডলে এক্সপোর্ট, ইমপোর্ট ও বিনিয়োগ বৃদ্ধির জন্য মিনিষ্ট্রিয়াল বৈঠকগুলো ফলপ্রসূ করতে তিনি বাংলাদেশের সহযোগিতা চান ইন্দ্র🦂া মানি পান্ডে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দ💙ুর রহিম উপস্থিত ছিলেন।