• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নতুন ইনিংস শুরু করলেন সুপারস্টার দেব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৭, ২০২৪, ১১:৪২ এএম
নতুন ইনিংস শুরু করলেন সুপারস্টার দেব
শপথ গ্রহণ করছেন দেব। ছবি: সংগৃহীত

নতুন ইনিংস শুরু কর🌊লেন ভারতের সুপারস্টার দেব। ভারতের সদ্যসমাপ্ত নির্বাচনে জয় লাভ করেছেন জনপ্রিয় এই অভিনেতা।  বুধবার (২৬ জুন) স্পিকার নির্বাচনের দিন ১৮তম লোকসভার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন দেব। শপথবাক্য পাঠের পর তার প্রিয় ঘাটালবাসীকে ধন্যবাদ জানালেন।

শপথ গ্রহণ করার সময় দেবের পরনে ছিল অলিভ গ্রিন🎃 রঙের ফর্মাল শার্ট। কালো প্যান্ট। কাঁধে ঝোলা সাইড ব্যাগ। চোখে♑ রোদচশমা।

নায়কের মেজাজেই সবুজ কার্পেটে হেঁটে পার্লামেন্টের ভেতরে প্রবেশ করতে দেখা যায় দেবকে। তিনি সাধু বাংলাতেই লোকসভায় শপথবাক্য পাঠ করলেন। টানা তিনবার তাকে বিজয়ী করার জন্য সংসদে দা🃏ঁড়িয়ে ঘাটালবাসীকে ধন্যবাদও জানালেন দেব। সোশাল মিডিয়াতেও শপথবাক্য পাঠের ভিডিও পোস্ট করেছেন তৃণমূলের এ সুপারস্টার সংসদ সদস্য।

এতে দেবকে বলতে শোনা যায়, ‘ঘাটালবাসীক♔ে ধন্যবাদ আমাকে টানা ৩ বার জেতানোর জন্য। জয় হিন্দ, জয় বাংলা।’ লোকসভ♕ায় দেবের আবারও ফিরে আসায় উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা।

গতবারের চেয়ে পৌনে এক লাখ ভোটে তৃতীয়বারের জন‌্য সংসদ যাত্রা নিশ্চিত করেছেন দেব। বিজেপির অভিনেতা-বিধায়ক তথা এ൲বারের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে ভোটে 🍃হারিয়েছেন তিনি।

Link copied!