• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নজরুলসংগীতের বিকৃতি, পথে নামছেন কলকাতার শিল্পীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ১০:২৫ এএম
নজরুলসংগীতের বিকৃতি, পথে নামছেন কলকাতার শিল্পীরা
কাজী নজরুল ইসলাম

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট ‘ গানের সুর বিকৃত করা🔯য় ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের সংগীতপ্রেমী, নজরুলভক্ত-অনুরাগী, সংস্কৃতিকর্মীদের পাশাপাশি কলকাতার শিল্পীরাও প্রতিবাদ জানাচ্ছেন। কলকাতায় নজরুল ইসলামের গানটির অবমাননার প্রতিবাদে সামিল হতে চলেছেন শিল্পীরা।  

‘কারার ঐ লৌহকপাট গানটির সুর বিকৃতি করায় কলকাতায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে হেরিটেজ বেঙ্গল। সোমবার সাদার্ন অ্যাভিনিউয়ে নজরুল মঞ্চের টিকিট কাউন্টারের সামনে হবে এ প্রতিবাদ সভা।
দুপুর আড়াইটায় সেখানে নজরু🍬ল মূর্তিতে পুষ্পার্ঘ নি💎বেদন করে শুরু হবে প্রতিবাদ সভা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পীরা ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি গাইবেন। তবে তা এআর রহমানের সুরে নয়, প্রকৃত গানটি যেমন সেভাবেই গাওয়া হবে। সভায় বক্তব্য রাখবেন হেরিটে💟জ বেঙ্গলের কার্যনির্বাহী সভাপতি হিরণলাল মজুমদার, সভাপতি পার্থ চন্দ।

ইতিমধ্যেই বাংলা গানের একাধিক শিল্পী রহমানের এমন কাজের বিরোধিতা করেছেন। রাঘব চট্টোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে শুরু🦋 করে লোপামুদ্রা মিত্র প্রত্যেকেই এই সুর মেনে নিতে পারেননি। নিরপেক্ষভাবে গানটি শোনা হল𝄹েও গানের সুর মোটেও পছন্দ হয়নি অনেকেরই।

 

Link copied!