বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট ‘ গানের সুর বিকৃত করায় ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের সংগীতপ্রেমী, নজরুলভক্ত-অনুরাগী, সংস♉্কৃতিকর্মীদের পাশাপা𒊎শি কলকাতার শিল্পীরাও প্রতিবাদ জানাচ্ছেন। কলকাতায় নজরুল ইসলামের গানটির অবমাননার প্রতিবাদে সামিল হতে চলেছেন শিল্পীরা।
‘কারার ঐ লৌহকপাট গানটির সুর বিকৃতি করায় কলকাতায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে হেরিটেজ বেঙ্গল। সোমবার সাদার্ন অ্যাভিনিউয়ে নজরুল মঞ্চের টিকিট কাউন্টারের সামনে হবে এ প্রতিবাদ সভা।
দুপুর আড়াইটায় সেখানে নজরুল মূর্তিত🐈ে পুষ্পার্ঘ নিবেদন করে শু😼রু হবে প্রতিবাদ সভা।
সংগঠনের পক্ষ থেকে জানানো💧 হয়েছে, শিল্পীরা ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি গাইবেন। তবে তা༒ এআর রহমানের সুরে নয়, প্রকৃত গানটি যেমন সেভাবেই গাওয়া হবে। সভায় বক্তব্য রাখবেন হেরিটেজ বেঙ্গলের কার্যনির্বাহী সভাপতি হিরণলাল মজুমদার, সভাপতি পার্থ চন্দ।
ইতিমধ্যেই বাংলা গানের একাধিক শিল্পী রহমানের এমন কাজের বিরোধিতা করেছেন। রাঘব চট্টোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে শুরু করে লোপামুদ্🌳রা মিত্র প্রত্যেকেই এই সুর মেনে নিতে পারেননি। নিরপেক্ষভাবে গানটি শোনা হলেও গানের সুর মোটেও পছন্দ হয়নি অনেকেরই।