• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অনন্ত-বর্ষা জুটির সঙ্গে অভিনয় করবেন নানা পাটেকর!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৪, ১২:৪৪ পিএম
অনন্ত-বর্ষা জুটির সঙ্গে অভিনয় করবেন নানা পাটেকর!
অনন্ত-বর্ষা জুটি ও নানা পাটেকর। ছবি : ফেসবুক থেকে

ঢালিউডে൲র আলোচিত জুটি অনন্ত-বর্ষার সঙ্গে এবা🥂র অভিনয় করতে যাচ্ছেন বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকর।

ছবির নাম  ‘কিল হিম-২’ । ছবিটি পর🐭িচালনা করছেন মোহাম্মদ ইকবাল। অনন্ত-বর্ষা জুটিকে নিয়ে আলোচিত এই প্রযোজক ও পরিচালক গত বছর নির্মাণ করেছিলেন ‘কিল হিম’।&nbspꦓ;

ছবিটি দর্শক মহಌলে ব্যাপ♒ক প্রশংসিত হয়েছিল। ছবিটি গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল। 

এবার তারই ধারাবাহিকতায় নির্ম🔜াণ করতে যাচ্ছেন নতুন ‘কিল হিম-২’। 

অনন্ত-বর্ষার সঙ্গে এতে বাড়𒁃তি চমক হিসেবে থাকবেন বলিউড অভিনেতা নানা পাটেকর।

নানা পাটেকরের অভিনয় নিয়ে পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, “‘কিল হিম ২’ নিয়ে নানা পাটেকরের সঙ্গে আমাদের টিমের কথা হয়েছে। নানা পাটেকর এখনো চুক্তিবদ্ধ না হলেও গল্পটি শুনে পছন্দ করেছেন। পাশাপাশি মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন।"

তিনি আরও জানান, ‘নানা পাটেক স্ক্রিপ্ট পাঠাতে বলেছেন। স্ক্রিপ্ট পড়ে কোনো সংশোধনী থাকলে তা করা হবে। আ🃏শা করছি, এ মাসেই তার সঙ্গে চুক্তি হয়ে 🌼যাবে।’

পরিচাল🐻ক ইকবাল বলেন, “পরিচিত এক তামিল পরিচালকের মাধ্যমে নানা পাটেকরের সঙ্গে যোগাযোগ হচ্ছে। চিত্রনাট্য চূড়ান্ত হলে নানা পাটেকরের সঙ্গে চুক্তি হবে। এরপর অনন্ত  ও বর্ষার সঙ্গে ব🍬সে শুটিং শিডিউল চূড়ান্ত করব।”

নির্মাতা বলেন, “সম্পূর্ণ অ্যাকশন ঘরানার সিনেমা হবে ‘কিল হিম ২’। ‘কিল হিম’- এর থেকে আরও বেশি অ্যাকশন থাকবে নতুন এই সিনেমায়। আশা করছি, গতবারের মতো এবারও দর্শক আমাদের পাশে থাকবেন।”
 

Link copied!