ফাঁদ পেতে মোটা অংকের অর্থ হাতিয়ে⛦ নেয়ার অভিযোꦬগে মালায়ালাম টিভি অভিনেত্রী নিত্যা শশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি অভিনেত্রীর বন্ধু বিনুকেও গ্রেপ্তার করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, অবসরপ্রাপ্ত বৃদ্ধ বাড়ি ভাড়া নিতে গিয়ে অভিনেত্রী নিতꦰ্🍸যার সঙ্গে পরিচিত হন। নিত্যা কেরালার মালায়ালপুঝার বাসিন্দা।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানায়, নিত্যা ওই বৃদ্ধকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। একদিন ওই ব্যক্তিকে জোর করে তার পোশাক খুলতে বাধ্য করা হয়। তারপর নিত্যা ওই ব্যক্তির কাছে ২৫ লাখ রুপি দাবি করেন, না হলে নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে বাধ্য হয়ে ওই ব্যক্তি নিত্যা ও তার বন্ধু বিনুকে ১১ লাখ রুপি দেন। এরপরও ওই বৃদ্ধর কাছে অর্থ দাবি করেন নিত্যা। পরে বাধ্য হয়ে গত ১৮ জুলাই কেরালার পারাভুর থানায় মামলা করেন ওই বৃদ্🥀ধ।
অভিযুক্তদের ধরতে পুলিশের নির্দেশে ফাঁদ পাতা হয়। বাকি অর্থ দেওয়ার অজুহাতে অভিযুক্তকে বাড়ি♎তে ডাকেন অভিযোগকারী ওই ব্যক্তি। পরে পারাভুর পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের আদালতে তোলার পর তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলেও হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে জানানো হয়েছে।