রহস্যে ঘেরা ড্রামা থ্রিলার সিনেমা ‘ব্লিংক টুইস’ হলিউডে মুক্তি পাচ🔯্ছে শুক্রবার (২৩ আগস্ট)। ব্লিংক টুইসের গল্প সাজানো হয়েছে একজন বিলিয়নিয়ারকে নিয়ে।
যে তার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি ভ্যাকেশনে🌳র আয়োজন করে। যার জন্য একটি গোটা আইল্যান্ড ভাড়া নেওয়া হয়। এরপর রহস্যে ঘেরা এই আইল্যান্ডে ঘটতে থাকে একের পর এক ঘটনা। যার পেছনে বিলিয়নিয়ারের হাত রয়েছে বলে একটা🌊 সময় বুঝতে পারে সবাই। কিন্তু এর মধ্যেই খুন হয়ে যায় অনেকে। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প।
সিনেমায় বিলিয়নিয়ারের চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা চ্যানিং টাটুম। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাওমি অ্যাকি, ক্রিস্টা𝔍ন স্লাটার, সিমন রেক্স, আদ্রিয়া আরজোনার মতো তারকা। এটি নির্মাণে খরচ হয়েছে ২০ মিলিয়ন মার্কিন ডলার।
সিনেমার চিত্রনাট্য ও পর🅷িচালনা করেছেন জো ক্রাভিটজ। সিনেমার ট্রেলার এরই মধ্যে দর্শকদের꧟ নজর কেড়েছে।