• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


তোদের সবার বাচ্চা হওয়ার পর আমার বিয়ে: সাফা কবির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৪, ০৩:৩৩ পিএম
তোদের সবার বাচ্চা হওয়ার পর আমার বিয়ে: সাফা কবির
অভিনেত্রী সাফা কবির । ছবি: ফেসবুক থেকে

সাফা কবির। টেলিভিশনের জনপ্রিয় মুখ। খুব অল্প সময়ের মধ্যেই অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। শোবিজে অভিনেত্রীর পথ চলার সময়টা দী𓆉র্ঘদিনের। তার সময়ের অনেক বন্ধু কিংবা সহকর্মীই ইতোমধ্যে বিয়ে করে সংসারে মনোনিবেশ করেছেন।

কিন্তু এখনও ব্যাচেলর জীবনই পার করছেন সাফা। এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি দেশের এক গণমাধ্💮যমের সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন সাফা।

সবশেষ চলতি মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সাফার অন্যতম বন্ধু অভিনেতা ফারহান আহমেদ জোভান। মূলত তার বিয়ের পর থেকেই আলোচনা শুরু হয়েছে সাফাকে নিয়ে। কারণ শꦉোবিজ অঙ্গনে তার বন্ধুদের মধ্যে জোভান, তৌসিফ, সিয়াম, টয়া সবাই ইতোমধ্যে বিয়ে করে𝓀 ফেলেছেন। শুধু অবিবাহিত রইলেন সাফা।

কবে বিয়ে🐎 করছেন? এ প্রশ্নের জবাবে সাফা বলেন, আগে আমাকে আর জোভানকে বিয়ে নিয়ে ধরত। এখন আমি একা। তাই এখন সবাইকে বলি, তোদের সবার বাচ্চা হওয়ার পর আমার বিয়ে।

তিনি আরও বলেন, এখন বন্ধুদের বলি তোরা সন্তানদের নিয়ে আমার বিয়ে খেতে আসিস। আর বলি, বন্ধুদের মধ্যে ব্যাচেলর থাকার দরকার আছে। তাদের বিবাহবার্ষিকীসহ নানা আনুষ্ঠানিকতায় কী পরব, কীভাবে সাজব, সেসব 🔯ভেবেই দিন কাটে। আমার বিয়ে নিয়ে ভাবি না।

অভিনেত্রী সাফা কবির

সাফা কবির জানান, বিয়ে নি♔য়ে এখনও তেমন কোনো ভাবনা নেই। এমনকি পছন্দের কোনো পাত্রও নেই। থাকলে নাকি বিয়ে করে ফেলতেন। 💞তবে ব্যাচেলর জীবনটাও দারুণ কাটাচ্ছেন। বন্ধু ও বন্ধুদের স্ত্রীদের সঙ্গেও দারুণ সময় কাটে।

অভিনেত্রী বিয়ে নিয়ে বলেন, বিয়ে তো করতেই হবে। এটা সময় হলেই ꧒হবে। মা-বাবা মাঝেমধ্যে জানতে চান, পছন্দের কেউ আছে কি না। পছন্দের কেউ থাকলে হয়তো এতোদিনে বিয়েটা হয়𒉰ে যেত।

বর্তমানে টিভি নাটকের পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন সাফা। সম্প্রতি তার অভিনীত ‘আফসোস’ নাটকটি ব্যাপক বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। এছ꧅াড়া প্রকাশ্যে এসেছে ওয়েব সিরিজ ‘টিকিট’র ফার্স্টলুক। যেখানে সাহসী একটি চরিত্রে দেখা যাবে সাফাকে। 

Link copied!