• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ক্যানসারে মারা গেলেন সংগীতশিল্পী র‍্যাচেল লিলিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪, ০১:৫৫ পিএম
ক্যানসারে মারা গেলেন সংগীতশিল্পী র‍্যাচেল লিলিস
সঙ্গীতশিল্পী র‍্যাচেল লিলিস । ছবি: সংগৃহীত

ক্যানসার আক্রান্ত হয়ে মার🃏া গেলেন বিখ্যাত কার্টুন ‘পোকেমন’ টিভি সিরিজ, গেম এবং চলচ্চিত্রের সংগীতশিল্পী র‍্যাচেল লিলিস। ১০ আগস্ট মৃত্যু হয়েছে তার। মুত্যুকালে তার বয়স হয়𝓀েছিল ৫৫ বছর।

র‍্যাচেল লিলিসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পোকেমনের আরেক সংগীতশিল্পী ভেরোনিকা ট🎉েইলর। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘র‍্যাচেল ছিলেন এক্সটꦍ্রাঅর্ডিনারি ট্যালেন্ট। তিনি ছিলেন উজ্জ্বল আলো, যা জ্বলে উঠতো কণ্ঠে, গানে, কথায়।’

র‍্যাচেল লিলিস মিসটি এবং🥃 জেসির চরিত্রে কণ্ಞঠ দিয়েছেন। ১৯৯৭ থেকে ২০১৫ পর্যন্ত পোকেমনের ৪২৩টি পর্বে কণ্ঠ দিয়েছেন তিনি। এ ছাড়াও বহু জাপানি অ্যানিমেটেড সিরিজে কণ্ঠ দিয়েছেন তিনি।

২০২৪ সালের মে মাসে স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি। তার চিকিৎসার খরচ ওঠাতে তহবিল সংগ্রহের উদ্যোগও নেয়া হয়েছিল। সংগ্রহ করা হয়েছিল এক লক🐟্ষ ডলারের বেশি অর্থ। কিন্তু ক্যানসারের কাছে হেরে গত শনিবার (১০ আগস্ট) রাতে শেষ নিশ্বাস ত্ꦏযাগ করেন তিনি। সূত্র: বিবিসি 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!