ইন্ডিয়ান আইডলের ৬টি সিজন সঞ্চালনা করেছেন মিনি মাথুর। এখন আর তিনি এ রিয়েলিটি শো এর সঙ্গে নেই। সম্প্রতি তিনি গণমাধ্যমকে🌼 বলেছেন, “ইন্ডিয়ান আইডলের সবকিছুই আগে থেকে তৈরি করা। তাই আমি এ শোতে নেই।”
মিনি একটি ভারতীয় গণমাধ্যমকে বলেন, “আগে অংশগ্রহণকারীদের পারফরমেন্সের ওপর 🍒নির্ভর করে শো চলত, তবে এখন আর তা🌸 হয় না। প্রোডিউসারদের চাহিদা বদলে গেছে। এখন গল্প বা মুহূর্ত তৈরি প্রধান হয়ে দাঁড়িয়েছে।”
এ সঞ্চালক বলেন, “শুধু ক্যামেরার সামনেই নয়, অফ ক্যামেরাতেও সারাক্ষণ আমার মুখে হাসি লেগেই থাকত। শোর সঙ💮্গে জড়িত প্রায় প্রত্যেকের জন্যই কিছু না কিছু করেছি।ꩵ তবে যতদিন গেছে ততই ইন্ডিয়ান আইডলের বাস্তবতা মুছে যেতে শুরু করে। তাই আর কাজ চালিয়ে যেতে পারিনি।”
তিনি আরও বলেন, “আর কোনো বাস্তবতাই বেঁচে ছিল না এ শোর। অংশগ্রহণকারীদের আত্মীয়রা স্টেজে আসবেন, তা আগে থেকেই জানিয়ে দেওয়া🔥 হত তাদের। তা সত্ত্বেও তাদের বলে দেওয়া হত, বাড়ির লোককে দেখে অবাক হয়েছেন এমন অভিনয় করতে।”