দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেছেন কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার। বরের নাম আসিফ নাওয়াব। পেশায় তিন💧ি একজন ব্যবাসয়ী।
শনিবার (১৭ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে তাঁদের বাগদান ও আকদের অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন কনে ও বরের পরিবারের সদস্য এবং নিকটাত্মীয়রা। ডিসেম্বরে হবে তাঁদের বিবাহ𓆉োত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
আসিফের সঙ্গে পরিচয় ও তাঁর সম্পর🍬্কে বুশরা বলেন, “আসিফের সঙ্গে পরিচ🌳য় হয় একজন মিউচুয়াল বন্ধুর মাধ্যমে। পিএইচডির কারণে পাঁচ বছর আমি ভারতে ছিলাম। অনলাইনে কথোপকথের মাধ্যমে তার সঙ্গে আমার পরিচয়।”
এ সময় বুশরা আরও বলেন, “খুব অল্প সময়ের মধ্যেই দুজন দুজনের কাছের বন্ধুতে পরিণত হই। সেই বন্ধু▨ত্বের সূত্র ধরে এবং দুই পরিবারের সম্মতিতে আমাদের বিবাহ হয়। আমার স্বামী একজন ব্যবসায়ী।”
বুশরা শাহরিয়ারের কণ্ঠে ‘উৎসবের বাংলাদেশ’, ‘ভালোবাসার বাংলাদেশ’, ‘গল্প হবি আয়’ ইত্যাদি গান সাড়া পেয়েছে। গেলো বছর তিনি ‘একশ নালিশ’ ও ‘তোমার যদি’ শিরোনামে দুটি গান উপহার দিয়েছিলেন।