জনপ্রিয় মারাঠি অভিনেতা ও নির্মাতা রবী🍸ন্দ্র মহাজানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা গশমীর মহাজানির বাবা তিনি। মারাঠি সিনেমার জনপ্রিয় তারকা হলেও হিন্দি ও গুজরাতি সিনেমাতেও কাজ করেছেন তিনি।
শুক্রবার (১৪ জুলাই) পুন🌳🍸েতে নিজ অ্যাপার্টমেন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এ অভিনেতার।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা রবীন্দ্র মহাজানি গত ৮ মাস ধরে পুনের তালেগাঁওর জারবিয়া সোসাইটির একটি ভাড়া ফ্ল্যাটে একাকী বসবাস করছিলেন। শুক্রবার বিকেলে হঠাৎ তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসতে থাকে। বিষয়টি খেয়াল করেন তার প্রতিবেশীরা। এরপর পুলি📖শকে জানালে ফ্ল্যাটের তালা ভেঙে অভিনেতার নিথর দেহ উদ্ধার হয়, শরীরে পচন ধরতে শুরু হয়েছিল।
পুলিশের সন্দেহ, দুই-তিনদিন আগেই মৃত্যু হয়েছে রবীন্দ্র মহাজানির। তবে মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। অভিনেতার মৃত্যুর খবর তার পরিবারকে জানানো হয়েছে।