• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মাহমুদ কলি-নিপুণ প্যানেলে আরও যারা আছেন


মো. বাবুল
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪, ০২:০২ পিএম
মাহমুদ কলি-নিপুণ প্যানেলে আরও যারা আছেন
মাহমুদ কলি- নিপুণ আক্তার। ছবি: কোলাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ প্যানেলের সভাপতির নাম ঘোষণা হল রোববার ( ১৭🧸 মার্চ) সন্ধ্যায় শিল্পী সমিতি কার্যালয়ে। প্যানেলের সভাপতি মাহমুদ কলির নাম ঘোষণা কর🐼া হলেও নিপুণ জানাননি প্যানেলে অন্য সদস্যদের নাম।

তবে খবর নিয়𝐆ে জানা গেছে, এই প্যানেলে মাহমুদ কলি-নিপুণ ওছাড়াও আছেন, চিত্রনায়িকা অঞ্জনা, অভিনেতা নাদের চৌধুরী,  নায়ক সাইমন সাদিক,  নায়িকা রিয়ানা রহমান পলি, সাদিয়া মির্জা, রঞ্জিতা কণা, জেসমিন, নায়ক সনিক রহমান ও তানভির তনু।

পূর্ণাঙ্গ প্যানেল সম্পর্কে &nbs🙈p;নিপুণ বলেন,  ‘𓂃এখনো যেহেতু সময় আছে, আমরা সংগঠিত হচ্ছি। খুব শিগগিরই পূর্ণাঙ্গ প্যানেলকে পরিচয় করিয়ে দেব।’

এবারের শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেল নির্বাচন করবেন। মাহমুদ কলি- নিপুণ প্যানেলের সঙ্গে লড়বেন মিশা-ডিপজন প্যানেল। 
আগামী ২৭ এপ্রিল বিএ𓃲ফডিসিতে নির্বাꩵচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে নির💙্বাচন কমিশন গঠন করা 🍷হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন প্রযোজক ও পরিচালক খোরশেদ আলম খসরু।

Link copied!