রাজশাহী-১ আসনের স্বতন✱্ত্রপ্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে তার মনো𝕴নয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
রিটার্নিং কর্মকর্তা বলেন, “স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মাহিয়া মাহির যে সব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছেন সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি। সাধারণত কোনো প্রার্থীর ১০ জনের ভোটার যাচাই করা হয়। এরমধ🌠্যে তিনজনের তথ্য পাওয়া যায়নি।”
রিটার্নিং কর্মকর্ত♐া আরও বলেন, “এ তিনজনের মধ্যে দু⛄জনের তথ্য সঠিক ছিল না। একজন চাঁপাইনবাবগঞ্জের ভোটার। তাই তার প্রার্থিতা বাতিল করা হয়।”
এ বিষয়ে মাহির🌟 প্রতিক্রিয়া জানতে যোগাযোগ🏅 করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এর আগে শনিবার (২ ডিসেম্বর)) রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধ ঘোষণার হুশিয়ারি দিয়েছেন মাহি। তিনি লেখেন, “যেটা খবর পেলাম, সেটা যদি সত্যি হয়, তা হলে আপনার কপালে খারাপ আছে বলে দিলাম। যুদ্ধ ঘোষণা হবে কালকে।” তবে এমন হুশিয়া❀রি কাকে উদ্দেশ করে দিয়েছেন তা উল্লেখ করেননি এই অভিনেত্রী।